সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১২

কাল থেকে ঢাকায় বিসিএসের আইসিটি মেলা

বিসিএসের মেলা নিয়ে সংবাদ সম্মেলন
কাল মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ডিজিটাল জীবনধারাভিত্তিক তথ্য ও যোগাযোগ-প্রযুক্তির (আইসিটি) পণ্য ও সেবা প্রদর্শনের মেলা ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১২’। পাঁচ দিনের এ প্রদর্শনী চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ‘দিনবদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’ স্লোগানে পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

অদৃশ্য ছাতা!

সম্প্রতি সিঙ্গাপুরের নকশাবিদ জে সুং পার্ক ইয়ু জুং উন এক অভিনব নকশার ছাতা তৈরি করেছেন। নতুন নকশার এ ছাতায় গম্বুজের মতো পানি-রোধী কোনো ঢাকনা নেই। এক খবরে প্রযুক্তি বিশ্লেষক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, এ ছাতার উপরিভাগে দৃশ্যমান কিছুই নেই। অদৃশ্য এ ছাতার কেবল হাতলটিই রয়েছে। দুই নকশাবিদ তাঁদের উদ্ভাবিত এ ছাতাটির নাম দিয়েছেন ‘এয়ার আমব্রেলা’।

বুধবার, ২১ নভেম্বর, ২০১২

কলমের সঙ্গে মেমোরি কার্ড!

‘স্কাই স্মার্টপেন’ নামে ক্ষুদ্র কম্পিউটারযুক্ত বিশেষ এক ধরনের কলম তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ডিজিটাল শিক্ষা উপকরণ নির্মাতা প্রতিষ্ঠান লাইভস্ক্রাইব। এ কলমের সঙ্গে যুক্ত মেমোরি কার্ডে প্রয়োজনীয় নোট সংরক্ষণ করে রাখা সম্ভব। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্কাই স্মার্টপেনের ভেতরে যে ক্ষুদ্র কম্পিউটার যুক্ত রয়েছে তা মাইক্রোডট নামে বিশেষ ধরনের কাগজে লেখার সময় স্বয়ংক্রিয়ভাবে মেমোরি কার্ডে তথ্য সংরক্ষণ করে।

নতুন রূপে ফিরছে ‘ক্যাসেট টেপ’

টেপ রেকর্ডারের সঙ্গে ব্যবহূত ক্যাসেট টেপের কথা মনে আছে নিশ্চয়? গবেষকেরা জানিয়েছেন, তথ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় আধার হিসেবে আবারও সেই ক্যাসেট টেপের কাছেই ফিরতে হতে পারে। সম্প্রতি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা আইবিএমের গবেষকেরা ক্ষুদ্রাকার একটি ক্যাসেট টেপে ৩৫ টেরাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণের পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা ক্যাসেট টেপকে পুনর্জন্ম দিতে পারে।

বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

ঢাবিতে 'মাইক্রোসফট অ্যাপ-এ-থন' প্রতিযোগিতা



৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি কেন্দ্রে (আইআইটি) আয়োজন করা হয়েছে অ্যাপ্লিকেশন তৈরির প্রতিযোগিতা 'মাইক্রোসফট অ্যাপ-এ-থন'। এতে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম 'উইন্ডোজ এইট' এবং উইন্ডোজ ফোনের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে প্রতিযোগীদের। এদিন মোট ৮০টি অ্যাপ্লিকেশন তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা। এর মধ্যে উইন্ডোজ এইট এবং উইন্ডোজ ফোনের জন্য চারটি করে মোট আটটি অ্যাপ্লিকেশনকে বিজয়ী করা হবে।

বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

যুক্তরাজ্যে ফোরজি মোবাইল সেবা চালু

যুক্তরাজ্যে প্রথমবারের মতো চালু হলো চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা (ফোরজি)। শুরুতে লন্ডন, ম্যানচেস্টার, ব্রিস্টল, বার্মিংহাম, কার্ডিফ, এডিনবার্গ, লিডস, লিভারপুল, সেফিল্ড, গ্লাসগো ও সাউদাম্পটনে এ সেবা দেবে মোবাইল অপারেটর এভরিথিং এভরিহোয়ার (ইই)। বড়দিন উৎসবের আগে বেলফাস্ট, ডার্বি, হাল, নিউ ক্যাসল ও নটিংহামকেও ফোরজি নেটওয়ার্কের আওতায় আনা যাবে বলে আশা করছে ইই।

গুগলের নতুন স্মার্টফোন ও ট্যাবলেট

গুগল গত সোমবার দুটি নতুন পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।একটি হচ্ছে নেক্সাস ৪ স্মার্টফোন ও নেক্সাস ১০ ট্যাবলেট কম্পিউটার। গুগল তার অপেক্ষাকৃত ছোট ট্যাবলেট কম্পিউটার নেক্সাস ৭-এর হালনাগাদ করেছে। চলতি বছরের গোড়ার দিকে নেক্সাস ৭ বাজারে ছাড়া হয়। সব কটি পণ্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। মূলত অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য গুগল নেক্সাস ১০ তৈরি করেছে। এতে রয়েছে ১০ ইঞ্চি মনিটর। তবে মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ এখনো ছাড়া হয়নি।

মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২

নতুন বারকোড স্ক্যানার

জিবেক্স ব্র্যান্ডের জেড-৬০৭০ মডেলের নতুন বারকোড স্ক্যানার বাজারে এসেছে। এতে রয়েছে ডুয়াল-লেজার এবং স্ক্যানার প্রযুক্তি, যা নির্ভুল উপাত্ত পড়ায় ৩২-লাইন স্ক্যান প্যাটার্ন ব্যবহার করে এবং প্রতি সেকেন্ডে দুই হাজার ৪০০ স্ক্যান করতে সক্ষম। এ ছাড়া এতে রয়েছে কিবোর্ড, আরএস-২৩২সি, ইউএসবি ইত্যাদি সুবিধা। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এই বারকোড স্ক্যানারের দাম ২৫ হাজার টাকা।

শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

পর্দা উঠল উইন্ডোজ ৮-এর

মাইক্রোসফট করপোরেশন গতকাল বৃহস্পতিবার তাদের নতুন উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেম এবং সারফেস ট্যাবলেট আনুষ্ঠানিকভাবে বাজারে ছেড়েছে। অ্যাপল ও গুগলের কাছে হারানো বাজার এবং মুনাফা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাইক্রোসফট তাদের বহুল আলোচিত এ অপারেটিং সিস্টেমটি বাজারে ছাড়ল।

বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১২

আইপ্যাড মিনি দেখাল অ্যাপল


মঙ্গলবার প্রথমবারের মতো আইপ্যাডের ছোট সংস্করণ 'আইপ্যাড মিনি' জনসমক্ষে প্রদর্শন করেছে অ্যাপল। ৭.৯ ইঞ্চি ট্যাবলেটটি ২৬ অক্টোবর অগ্রিম বুকিং দিলে ২ নভেম্বর হাতে পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপল। পাশাপাশি এ-সিক্স-এক্স প্রসেসরচালিত ওয়াই-ফাই সুবিধার নতুন আইপ্যাড বাজারে আনার ঘোষণাও দিয়েছে অ্যাপল।

রবিবার, ২১ অক্টোবর, ২০১২

জাভায় নিরাপত্তা ত্রুটি


নিরাপত্তা ত্রুটি থাকায় ম্যাক অপারেটিং সিস্টেম থেকে জাভা সফটওয়্যার সরিয়ে ফেলেছে অ্যাপল। এত দিন ম্যাক অপারেটিং সিস্টেমের সঙ্গেই জাভা সফটওয়্যার ব্যবহারের সুযোগ পাওয়া যেত। জানা গেছে, জাভার বেশ কয়েকটি সংস্করণের মাধ্যমে সাইবার হামলার সুযোগ থাকায় নিজেদের অপারেটিং সিস্টেম থেকে জাভা মুছে ফেলার সিদ্ধান্ত নেয় অ্যাপল। তবে এ বিষয় ওরাকল বা অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

শনিবার, ২০ অক্টোবর, ২০১২

বাজারে আসছে ওয়ালটনের স্মার্টফোন

বাংলাদেশের ইলেকট্রনিক পণ্য নির্মাতা ওয়ালটন। এবার প্রতিষ্ঠানটি অ্যানড্রয়েড প্রিমো নামে নতুন একটি স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা প্রদান করল। ‘গেট অ্যানড্রয়েড প্রিমো-বি এন্টারটেইন্ড’ স্লোগান নিয়ে বাজারে আসতে যাওয়া এই ফোনে থাকবে তৃতীয় প্রজন্মের কাঙ্ক্ষিত প্রায় সব সুবিধা।

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২

যশোরে হচ্ছে আইটি পার্ক


যশোরে আইটি পার্ক নির্মাণ করা হবে। দ্রুত কাজ শুরুর জন্য এরই মধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। সোমবার যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এ কথা জানান। তিনি বলেন, দেশের 'তথ্যপ্রযুক্তির রাজধানী' হবে যশোর। প্রথম ডিজিটাল জেলা যশোরকে মডেল ধরে সারা দেশে তথ্যপ্রযুক্তির সুফল ছড়িয়ে দেওয়ার জন্য সরকার কাজ করছে বলে তিনি জানান। এ সময় যশোর প্রেসক্লাবে একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি দেন তিনি।তথ্যসূত্রঃ কালের কন্ঠ 

দাঁতের তথ্য জানাবে বিম ব্রাশ!

‘বিম ব্রাশ’ নামের সেন্সরযুক্ত একটি টুথব্রাশ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিম টেকনোলজিস। এ টুথব্রাশ দাঁতসংক্রান্ত তথ্য সংরক্ষণ করে স্মার্টফোন অ্যাপ্লিকেশনের সাহায্যে ওই তথ্য টুথব্রাশ ব্যবহারকারীকে জানিয়ে দেয়।

বুধবার, ১৭ অক্টোবর, ২০১২

নতুন এলইডি মনিটর

এলজি ই২০৪২সি মডেলের নতুন এলইডি মনিটর বাজারে এসেছে। এফ-ইঞ্জিন প্রযুক্তির এই এলইডি মনিটরটি ৩০ ভাগ বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। ২০ ইঞ্চি পর্দার এই মনিটরটি সম্পূর্ণ এইচডি রেজ্যুলেশন সমর্থন করে, যার ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও ৫০০০০০০:১, রেসপন্স টাইম ৫মিলি সেকেন্ড, পর্দার আউটপুট রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা মনিটরটির দাম ১১ হাজার টাকা।

গুগলে নতুন সুবিধা চালু

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার পরীক্ষামূলকভাবে নতুন একটি সুবিধা চালু করেছে। সমন্বিত তথ্য অনুসন্ধানের অংশ হিসেবে সম্প্রতি গুগল এ সুবিধা চালু করেছে। এ সুবিধার মাধ্যমে গুগলের জিমেইল ব্যবহারকারীরা গুগল ড্রাইভ এবং গুগল ক্যালেন্ডারে থাকা তথ্যও খুঁজে পাবেন। অর্থাৎ যেখানে আগে শুধু ওয়েবে থাকা তথ্যই দেখা যেত, এখন সেখানে জিমেইল ব্যবহারকারীরা নির্দিষ্ট বিষয়ে তথ্য খুঁজলে জিমেইল থাকা বার্তা, গুগল ড্রাইভে থাকা ডকুমেন্ট সম্পর্কিত তথ্য সার্চ বক্সের ডান পাশে দেখাবে।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

মৃত্যুর সঙ্গে লড়ছেন মালালা

মালালার জন্য প্রার্থনা

মালালা ইউসুফজাই দ্রুত সুস্থ হয়ে উঠুক – এই প্রার্থনা পাকিস্তানের শিশুদের৷ তালেবানের গুলিতে গুরুতর আহত ব্লগার মালালা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ উন্নততর চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাজ্যে৷ অন্যদিকে, তাঁর সুস্থতা কামনায় পাকিস্তানে চলছে অবিরত প্রার্থনা৷ তথ্যসূত্রঃ www.dw-world.de/bengali

মালালার উপর হামলার নিন্দা জানিয়েছে বাংলা ব্লগাররা

পাকিস্তানে ব্লগার মালালার উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলা ব্লগাররা৷ বিভিন্ন কমিউনিটি ব্লগ সাইট ও ফেসবুকে এই সম্পর্কে নিবন্ধ প্রকাশ করেছেন কেউ৷ কেউ আবার মালালার ছবি দিয়ে তৈরি বিশেষ ফেসবুক কভার ফটোও ব্যবহার করছেন৷

বাংলায় অ্যান্ড্রয়েডের খবর

তথ্য খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট গুগলের তৈরি মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। এই মুক্ত সফটওয়্যারটি নানা সুবিধার কারণে সারা বিশ্বে বেশ জনপ্রিয়।অ্যান্ড্রয়েডের নানা ধরনের অ্যাপস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। অ্যান্ড্রয়েড অপারেটিংসিস্টেমের নানা বিষয় নিয়ে চালু হয়েছে ‘অ্যান্ড্রয়েড কথন’ (www.androidkothon.com) ওয়েবসাইট।

রবিবার, ১৪ অক্টোবর, ২০১২

সূচিত হলো যোগাযোগ প্রযুক্তিতে নতুন মাইলফলক

আজ সকাল ১২ টা ২০মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের তৃতীয় প্রজন্মের (থার্ড জেনারেশন-থ্রিজি) প্রযুক্তির সেবার মাধ্যমে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বললেন। সেইসঙ্গে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে থ্রিজি প্রযুক্তির যুগে প্রবেশ করলো। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবার চার চাকার গাড়ির সুবিধা মোটরসাইকেলে

মোটরসাইকেল চালাতে প্রায় সবারই ভালো লাগে। কিন্তু সব সময়ই কি? বৃষ্টির মধ্যে চালাতে ভালো লাগার কথা নয়। আর দুর্ঘটনাও কারও কাম্য নয়। বৃষ্টি বা দুর্ঘটনার কথা চিন্তা করলে চার চাকার যানই ভালো। বৃষ্টিতেও সমস্যা নেই, দুর্ঘটনার আশঙ্কাও কম। তবে ঝামেলাও আছে। যানজট তো আছেই, আর পার্কিংয়ের স্থান খুঁজে পাওয়াও মুশকিল। কিন্তু মোটরসাইকেল চালানোর আনন্দ কি চার চাকার গাড়ি চালিয়ে পাওয়া যায়!

পদ্মার পারে তারহীন ওয়াই-ফাই এলাকা

সবার জন্য বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে পদ্মা নদীর তীরে বড় কুঠি এলাকায় গতকাল শনিবার তারহীন ‘ওয়াই-ফাই এলাকা (জোন)’ চালু হয়েছে। সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান পদ্মার পারে খোলা জায়গায় এর উদ্বোধন করেন। ওয়াই-ফাই এলাকার উদ্বোধন করে মেয়র বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশের সহযোগী কর্মসূচি হিসেবে রাজশাহী সিটি করপোরেশন “ভিশন ২০১৮” পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।

শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২

ফুরাচ্ছে রিমোটের দিন!

রিমোটের বিকল্প হিসেবে প্রযুক্তিপণ্য দূর থেকে নিয়ন্ত্রণের নতুন উপায় আবিষ্কার করেছে মাইক্রোসফট। এ জন্য 'ডিজিটস হ্যান্ড জেসচার সেন্সর' নামে হাতের কবজিতে ব্যবহার করা যায়, এমন একটি ডিভাইস তৈরি করেছে তারা।

জাপানের তথ্যপ্রযুক্তি বাজারে যাবেন নর্থ সাউথের শিক্ষার্থীরা


জাপানের তথ্যপ্রযুক্তি বাজার দেখতে পাবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রনিঙ্ অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রিক্যাল বিভাগে স্নাতক শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। এ জন্য জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে শিক্ষার্থীদের তিন সেমিস্টারব্যাপী জাপানি ভাষা প্রশিক্ষণ দেবে জাপানের কিওকম হোল্ডিংসের সহযোগী সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইউনিকা গ্রুপ। কোর্স পরিচালনার জন্য জাপান থেকে প্রশিক্ষকও আনবে ইউনিকা।

অনলাইনে অর্থ স্থানান্তরে সিম্পলিসেন্ডবিডি

অনলাইনে অর্থ স্থানান্তরের সুবিধা হিসেবে ‘সিম্পলিসেন্ডবিডি’ নামের একটি সেবা চালু করল ক্যাসাডা টেকনোলজি বাংলাদেশ। আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেম পেইজার বাংলাদেশের জন্য তৈরি নতুন সেবা সিম্পলিসেন্ডবিডি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্যাসাডা টেকনোলজি। বাংলাদেশে সিম্পলিসেন্ডবিডি চালু প্রসঙ্গে প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা নাদিমুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশ থেকে প্রবাসীদের জন্য টাকা পাঠানো অনেক কঠিন, তবে সিম্পলিসেন্ডবিডি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে সহজেই টাকা পাঠানো সম্ভব হবে বাংলাদেশের ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে এবং সহজে এ টাকা তোলাও সম্ভব হবে।

অবৈধ ইন্টারনেট ব্যবসা করছে ওলো

ওলো ওয়্যারলেস ইন্টারনেট। বিনা লাইসেন্সেই তারবিহীন ইন্টারনেট-সেবা দিচ্ছে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নামে তারসহ ইন্টারনেট-সেবা বা ব্রডব্যান্ড অর্থাৎ ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্সও নেই। কিন্তু একাধিক প্রতিষ্ঠানের তরঙ্গ নিয়ে দিব্যি ইন্টারনেট ব্যবসা চালাচ্ছে ওলো। এমনকি ওলোর বিল পরিশোধের জন্য একটি মুঠোফোন অপারেটর তাদের মোবাইল ক্যাশ পয়েন্ট ব্যবহারের জন্য মুঠোফোনে বিজ্ঞাপনও দিয়েছে। ওলোর ই-মেইল ঠিকানা: ollo@bd.multinet.net।

মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২

ফেসবুকে আসছে ‘ওয়ান্ট’

অবশেষে গুজব সত্যি প্রমাণ করে আনুষ্ঠানিকভাবে ‘ওয়ান্ট’ বাটন চালুর কথা জানিয়ে দিল ফেসবুক। ইংরেজি ‘ওয়ান্ট’ শব্দটির বাংলা ‘চাওয়া’। ফেসবুকে কোনো কিছু পছন্দ হলে এত দিন যেমন ‘লাইক’ করা যেত, এবারে তেমনি কোনো পণ্যের বিষয়ে আগ্রহ থাকলে তা ওয়ান্ট করার সুবিধা যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অ্যান্ড্রয়েডচালিত সিম্ফনির পাঁচ স্মার্টফোন

Symphony Xplorer W100
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাঁচটি স্মার্টফোন দেশের বাজারে নিয়ে এসেছে সিম্ফনি। এক্সপ্লোরার সিরিজের ডাব্লিউ ৫, ডাব্লিউ ১০, ডাব্লিউ ২৫, ডাব্লিউ ৫০ ও ডাব্লিউ ১০০ মডেলের সব কয়টি হ্যান্ডসেটেই আছে দ্রুতগতির প্রসেসর, জিপিআরএস, এজ ও ওয়াইফাই ডাটা সিস্টেম সুবিধা। আরো আছে ব্লুটুথ, ক্যামেরা, এফএম রেডিও, এমপিথ্রি, এমপিফোর, অফিস স্যুটসহ ডুয়েল সিম ব্যবহারের সুযোগ। এ ছাড়া ব্যবহারকারীরা সহজেই অ্যান্ড্রয়েড মার্কেট থেকে সাড়ে চার লাখেরও বেশি অ্যাপ্লিকেশন, গেইমস ও সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।

ড্রাগনের মহাকাশ যাত্রা

শাটল যুগের সমাপ্তির পর প্রথমবারের মতো ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান স্পেসএক্স নির্মিত ‘ড্রাগন’ কার্গো যানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে (আইএসএস) রওনা হয়েছে। রোববার রাত আটটা ৩৫ মিনিটে ফ্লোরিডা থেকে ফ্যালকন রকেটে করে এ কার্গো যানটিকে পাঠানো হয়েছে। ১০ অক্টোবর বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে ড্রাগন আর ফিরবে চলতি মাসের শেষ নাগাদ। খবর বিবিসির।

আসছে ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’

চলতি অক্টোবর মাসেই বাজারে আসছে ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’ নামের টাচস্ক্রিন সুবিধার একটি স্মার্টফোন। স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এ ফোনটি হবে সাশ্রয়ী দামের। দুই সিম সুবিধার এ স্মার্টফোনটিতে থাকবে আড়াই ইঞ্চি মাপের স্ক্রিন। বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের সুবিধার পাশাপাশি মুঠোফোনটিতে স্যামসাংয়ের নিজস্ব চ্যাট অ্যাপ্লিকেশন ‘চ্যাট অন’ সুবিধাও থাকবে।

শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

বইয়ের বিকল্প আইপ্যাড!

প্রতিদিন ব্যাগ ভর্তি করে বই নিয়ে স্কুলে যেতে হয়? আইপ্যাড নিয়ে গেলেই তো বই-খাতার বিকল্প হিসেবে কাজে লাগানো যায়! এতে যেমন পড়াশোনা করা যাবে, তেমনি অনেক কিছু জানার সুযোগ তৈরি হবে। পাশাপাশি বইভর্তি ভারী স্কুলব্যাগ টানতে হবে না।

রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

বিশেষ মূল্যে ল্যাপটপ


বিশেষ মূল্যে ল্যাপটপ দিচ্ছে কম্পিউটার সোর্স লিমিটেড। ‘ডিল অব দ্য ইয়ার’ শীর্ষক অফারের আওতায় ডেল ইন্সপায়রন এন৪০৫০ এবং এইচপি কমপ্যাক সিকিউ৪৩-৪১৪টিইউ মডেলে ল্যাপটপ ক্রয়ে বিশেষ ছাড় পাওয়া যাবে। ল্যাপটপ দুটিতে রয়েছে ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দা, ইন্টেল সেলেরন ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর থ্রি র‌্যাম এবং ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ ইত্যাদি। পাওয়া যাবে ২৮ হাজার টাকায়। সেপ্টেম্বর মাস জুড়ে এ অফার চলবে।

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২

মোবাইল থেকে বোমা বানায় ঢাকার মেকানিক

মোবাইল ফোন বোমা৷ মোবাইল ফোনকে টাইম বোমায় রূপান্তরিত করেছে ঢাকার এক মোটর মেকানিক৷ আর সেই বোমা বিক্রি করে আয় রোজগারও হচ্ছিল বেশ৷ কিন্তু বাধ সেধেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ৷ওই চক্রের পাঁচ জনকে গ্রেফতার আর তিনটি মোবাইল ফোন বোমা উদ্ধার করেছেন তারা ৷ উদ্ধার করেছেন বোমা তৈরির সরঞ্জাম৷ গোয়েন্দারা বলছেন বাংলাদেশে এইধরণের বোমা এই প্রথম পাওয়া গেল৷গত ১৭ই জুলাই ঘটনাটি প্রথম নজরে আসে গোয়েন্দাদের৷

সাবধান! মোবাইল ফোনের সিম ‘ক্লোন’ হচ্ছে বাংলাদেশে

বাংলাদেশে মোবাইল ফোনের সিম ক্লোন করা হচ্ছে৷ আর এ নিয়ে চিন্তিত গোয়েন্দারা৷ তাদের আশঙ্কা জঙ্গিসহ সংঘবদ্ধ অপরাধী চক্র ক্লোন করা এই সিম ব্যবহার করতে পারে৷তবে মোবাইল ফোন অপারেটররা দাবি করছেন, তারা এখনো এরকম কোন অভিযোগ পাননি৷বাংলাদেশে ছয়টি মোবাইল ফোন অপারেটরের এখন গ্রাহক সংখ্যা ৯ কোটি ৩০ লাখ৷ আর গ্রাহক দিন দিন বাড়ছে৷ কিন্তু অসচেতনার কারণে ঝুঁকিও বাড়ছে৷

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২

নতুন কি-বোর্ড বাজারে

বাজারে এসেছে ভ্যালুটপ ব্র্যান্ডের ডব্লিউ-২৬১৩ মডেলের নতুন কি-বোর্ড। এতে ডিজিট প্যানেল সুন্দরভাবে বিন্যস্ত করা হয়েছে। ফলে এর ব্যবহার বেশ সুবিধাজনক। এতে আছে স্ক্রল লক, নাম্বার লক, পজ ব্রেক, স্ক্রিন স্ন্যাপ শটের জন্য অতিরিক্ত বোতাম। কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের বাজারে আনা কি-বোর্ডটির দাম ৪৫০ টাকা।

শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

ফেইসবুক পরিবারের বয়সী সদস্য


যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স ডেটলরের বয়স ১০১। ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের চেয়ে তাঁর বয়স চারগুণ বেশি। থাকেন ক্যালিফোর্নিয়ায় ফেইসবুকের প্রধান কার্যালয়ের কাছে। ৯০ কোটি সদস্যের ফেইসবুক পরিবারে তিনি সবচেয়ে বেশি বয়সী। তিন বছর আগে সাইটটিতে যোগ দেন তিনি। ৬৫২ জন বন্ধু আছে তাঁর। ফেইসবুক কর্তৃপক্ষ ফ্লোরেন্সকে সম্মান জানিয়েছে ভালোভাবেই। আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেইসবুক কার্যালয়ে। আর হাজারো কাজ ফেলে অতিথিকে সঙ্গ দিয়েছেন মার্ক জুকারবার্গ এবং প্রতিষ্ঠানের প্রধান পরিচালনা কর্মকর্তা শার্লি স্যান্ডবার্গ।তথ্যসূত্রঃ কালের কন্ঠ 

বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

বুধবার, ২৯ আগস্ট, ২০১২

আসুস ই-পিসি নেটবুক

আসুসের এক্স১০১সিএইচ মডেলের নতুন ই-পিসি নেটবুক বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। এতে আছে ১.৬ গিগাহার্জ গতির ইন্টেল অ্যাটম ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, বিল্ট-ইন গ্রাফিকস, এইচডি অডিও এবং ওয়্যারলেস ল্যান সুবিধা। ১০.১ ইঞ্চি পর্দার নেটবুকটিতে আরো আছে ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, দুটি ইউএসবি ২.০ পোর্ট ও এইচডিএমআই পোর্ট। এক ইঞ্চি পুরুত্বের নেটবুকের দাম ২৫ হাজার টাকা।তথ্যসূত্রঃ কালের কন্ঠ 

সোমবার, ২৭ আগস্ট, ২০১২

চন্দ্রজয়ী সন্তান হারাল পৃথিবী

‘একজন মানুষের জন্য এটা ছোট একটা পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য বিশাল অর্জন’-চাঁদের বুকে প্রথম পা রেখে এই জ্ঞানগর্ভ উক্তি যে মানুষটি করেছিলেন সেই নীল আর্মস্ট্রং আর নেই। শনিবার চাঁদের এই মানবসন্তানটি ৮২ বছর বয়সে মারা গেছেন। চন্দ্রবিজয়ী সাবেক এই নভোচারীর মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের মানুষ রীতিমতো থমকে যায়। মানবজাতিকে মর্যাদার চরম শিখরে পৌঁছে দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা জানায় ধরণীর এই মহান বীর সন্তানের প্রতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার শোকবার্তায় নীল আর্মস্ট্রংকে সর্বকালের সেরা আমেরিকান হিসেবে বর্ণনা করেছেন। রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি বলেছেন, চাঁদ তার পৃথিবীর এই প্রথম সন্তানকে সবসময় মনে রাখবে। এএফপি, রয়টার্স, বিবিসি।

নতুন কোর আই ৭ ল্যাপটপ

এইচপির প্যাভিলিয়ন জি৬-২০১৭টিইউ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এসেছে। ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই ৭ -৩৭১২কিউএম প্রসেসরসমৃদ্ধ এই ল্যাপটপে রয়েছে ৬ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাাম, ৬৪০ গিগাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডায়াগোনাল হাই ডেফিনিশন এলইডি পর্দা ইত্যাদি। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা ল্যাপটপটির দাম ৬৯ হাজার টাকা।

দেশে স্থলপথে পরীক্ষামূলক ইন্টারনেট সংযোগ

এতদিন শুধু সাবমেরিন কেবলের সাহায্যেই বাংলাদেশে ইন্টারনেট সংযোগ চালু ছিল। আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে আজ সোমবার থেকে দেশে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে দ্বিতীয় ইন্টারনেট ব্যাকআপ সংযোগ। বেনাপোল সীমান্ত দিয়ে স্থলপথে চালু হচ্ছে এ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ।

রবিবার, ২৬ আগস্ট, ২০১২

নানারকম সুবিধা নিয়ে এবার আসছে স্মার্টঘড়ি!

নানারকম সুবিধা আছে স্মার্টঘড়িতে
স্মার্টফোনের পর এবার আসছে স্মার্টঘড়ি। তবে তা মেয়েদের জন্য। সম্প্রতি বিশেষভাবে তৈরি করা হয়েছে এই স্মার্টঘড়ি। যুক্তরাষ্ট্রের চেরিল কেলোন্ড এবং সিলভিয়া ম্যারিনো নামে দুজন নারী এটি তৈরি করেছেন। ভৌগোলিক অবস্থান বের করার যন্ত্র গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসযুক্ত যন্ত্রপাতি বাজারে সহজলভ্য হলেও তার সাহায্যে যেকোনো জায়গা নির্ধারণ করা বেশ সময়সাপেক্ষ।

মুঠোফোনে ইন্টারনেটের গতি কত, জেনে নিন।

আপনি হয়তো স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেন। এখন জানতে চাইছেন মুঠোফোনে যে কোম্পানির ইন্টারনেট সংযোগ ব্যবহার করছেন, তারা আপনাকে কত গতি দিচ্ছে? এটা জানা যাবে বেশ সহজেই। এ জন্য আপনাকে ‘স্পিড টেস্ট’ নামের একটি ছোট্ট সফটওয়্যার ব্যবহার করতে হবে।

শুক্রবার, ২৪ আগস্ট, ২০১২

‘কিউরিওসিটি’ কাজ শুরু করেছে, এরপর কী?

বিশ্ববাসীকে আনন্দে ভাসিয়ে নাসার রোভার ‘কিউরিওসিটি’ পা রেখেছে মঙ্গলগ্রহে৷ সেখানে সে থাকবে দুই বছর৷ এরপর মঙ্গল নিয়ে নাসা পরিকল্পনা কী?
ছয় পা নিয়ে কিউরিওসিটি মঙ্গলে হেঁটে বেড়াবে৷ সেখানকার মাটি আর পরিবেশ নিয়ে করবে গবেষণা৷ খুঁজে বের করার চেষ্টা করবে মঙ্গলে আদৌ প্রাণের অস্তিত্ব ছিল কীনা৷পৃথিবী থেকে এই রোভারকে নিয়ন্ত্রণ করবেন নাসার বিজ্ঞানীরা৷ গবেষণা কাজে সুবিধার জন্য রোভারকে মঙ্গলের ‘গেইল ক্রাটা' এলাকায় নামানো হয়েছে৷ গেইল হচ্ছেন অস্ট্রেলীয় এক বিজ্ঞানী, যিনি উনিশ শতকের শেষের দিকে মঙ্গলে ঐ এলাকার অস্তিত্ব সম্পর্কে জানিয়েছিলেন৷

মঙ্গলে প্রথম ‘টেস্ট ড্রাইভ’ করেছে কিউরিওসিটি


undefined


নাসা’র মার্স রোভার কিউরিওসিটি বুধবার মঙ্গল গ্রহে প্রথমবারের মতো ‘টেস্ট ড্রাইভ’ সম্পন্ন করেছে৷ অবতরণস্থলের পাশে কিউরিওসিটির চাকার দাগ দেখা গেছে৷ দু'সপ্তাহ আগে অবতরণের পর এবার মঙ্গল গ্রহে সফলভাবে চলতে শুরু করেছে কিউরিওসিটি৷ ক্যালিফোর্নিয়ায় নাসা কর্মকর্তা ম্যাট হেভারলি জানিয়েছেন, ‘‘কিউরিওসিটি আজ (বুধবার) মঙ্গলে সফলভাবে চলতে সক্ষম হয়েছে৷

বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২

নতুন ডিভিডি রাইটার

আসুসের ডিআরডব্লিউ-২৪বি৫এসটি মডেলের নতুন ডিভিডি রাইটার বাজারে এসেছে। ডিস্কের ডেটার দ্বিগুণ সুরক্ষার জন্য রয়েছে ডিস্ক এনক্রিপশন২ এবং ই-হ্যামার টেকনোলজি ফিচার। ডিস্ক এনক্রিপশন-২ ফিচারটি দিয়ে গোপন নম্বরের মাধ্যমে এবং ফাইল লুকিয়ে রেখে আংশিক ফাইল বা পুরো ডিস্কের ডেটাকে সুরক্ষিত রাখা যায়।

ধুয়ে পরিষ্কার করা যাবে কি-বোর্ড!

খাবার পড়ে গিয়ে বা ধুলাবালি জমাসহ নানা কারণে কম্পিউটারের কি-বোর্ডে ময়লা জমতে পারে। অনেক সময় নরম কাপড় দিয়ে পরিষ্কার করেও সে ময়লা দূর করা যায় না। গবেষকেরা কি-বোর্ডে টয়লেটের সমান জীবাণু থাকার আশঙ্কার কথাও জানিয়েছেন। কিন্তু এত দিন কি-বোর্ড সাবান ও পানি দিয়ে ধোয়ার কোনো ব্যবস্থা ছিল না। এবার কম্পিউটার যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান লজিটেক পানি দিয়ে ধোয়ার উপযোগী কি-বোর্ড বাজারে আনার কথা জানিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

এলজি আনছে ৮৪ ইঞ্চি আলট্রা-ডেফিনেশন টিভি (ভিডিও)

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান এলজি বিশ্বের বৃহত্তম আলট্রা-ডেফিনেশন প্রযুক্তির (ইউডি) টেলিভিশন বাজারে আনছে। এলজি জানিয়েছে, ৮৪ ইঞ্চি মাপের এই টেলিভিশন উন্নত ছবি দেখাতে সক্ষম। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে আসবে এই টেলিভিশন।

বুধবার, ২২ আগস্ট, ২০১২

নতুন এলইডি মনিটর বাজারে

ই১৯১২এইচ
ই১৯১২এইচ

ডেল ব্র্যান্ডের ই১৯১২এইচ মডেলের নতুন এলইডি মনিটর বাজারে এসেছে। ১৮.৫-ইঞ্চির পর্দার এই এলইডি মনিটরটির কন্ট্রাস্ট রেশিও ১০০০:১, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রি বা ১৬০ ডিগ্রি ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা মনিটরটির দাম আট হাজার ৫০০ টাকা।
তথ্যসূত্রঃ প্রথমআলো  

মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১২

শব্দের চেয়ে দ্রুতগতির বিমান

সাবসনিক, সুপারসনিক, হাইপারসনিক৷ যাত্রীবাহী বিমান চলে সাবসনিক গতিতে৷ অর্থাৎ শব্দের চেয়ে কম গতিতে৷ সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি হাইপারসনিক বিমানের পরীক্ষণ ফ্লাইট চালিয়েছে৷ যেটি উড্ডয়নের ৩১ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে৷
যুক্তরাষ্ট্রের পরীক্ষণমূলক এই বিমানটির নাম ‘ওয়েভরাইডার' বা এক্স-৫১এ৷ এটি শব্দের গতির চেয়ে ছয়গুন বেশি জোরে চলতে চেয়েছিল৷ অর্থাৎ প্রতি ঘণ্টায় প্রায় সাত হাজার কিলোমিটার বেগে৷ এর ফলে নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে সময় লাগতো এক ঘণ্টার চেয়েও কম৷ বর্তমানে যাত্রীবাহী বিমানগুলো চলে ৮০০ থেকে ৯৫০ কিলোমিটার বেগে৷