বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

ঢাবিতে 'মাইক্রোসফট অ্যাপ-এ-থন' প্রতিযোগিতা



৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি কেন্দ্রে (আইআইটি) আয়োজন করা হয়েছে অ্যাপ্লিকেশন তৈরির প্রতিযোগিতা 'মাইক্রোসফট অ্যাপ-এ-থন'। এতে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম 'উইন্ডোজ এইট' এবং উইন্ডোজ ফোনের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে প্রতিযোগীদের। এদিন মোট ৮০টি অ্যাপ্লিকেশন তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা। এর মধ্যে উইন্ডোজ এইট এবং উইন্ডোজ ফোনের জন্য চারটি করে মোট আটটি অ্যাপ্লিকেশনকে বিজয়ী করা হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আইআইটি (ঢাকা বিশ্ববিদ্যালয়), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডাবি্লউইউ), ব্র্যাক ইউনিভার্সিটি (ব্র্যাকইউ) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এতে অংশ নিচ্ছে। এর আগে এসব প্রতিষ্ঠানের ৪০০ শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে বিনা মূল্যে প্রশিক্ষণ দেয় মাইক্রোসফট।তথসূত্রঃ কালের কন্ঠ  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন