চলতি অক্টোবর মাসেই বাজারে আসছে ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’ নামের
টাচস্ক্রিন সুবিধার একটি স্মার্টফোন। স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এ
ফোনটি হবে সাশ্রয়ী দামের। দুই সিম সুবিধার এ স্মার্টফোনটিতে থাকবে আড়াই ইঞ্চি মাপের স্ক্রিন। বিভিন্ন
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের সুবিধার পাশাপাশি মুঠোফোনটিতে
স্যামসাংয়ের নিজস্ব চ্যাট অ্যাপ্লিকেশন ‘চ্যাট অন’ সুবিধাও থাকবে।
সিরামিক সাদা এবং কালো এ দুটি রঙে স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস বাজারে পাওয়া যাবে । স্যামসাংয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’ মুঠোফোনটি হবে ঝকঝকে নকশা আর ফুল টাচ স্ক্রিনের; যার মাধ্যমে সামাজিক যোগাযোগ করা যাবে স্বচ্ছন্দে। মুঠোফোন ব্যবহার করে কথা বলার পাশাপাশি অ্যাপ্লিকেশন ডাউনলোড ও ব্যবহার করা যাবে। ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’ ফোনটির দাম হবে পাঁচ হাজার ৯০০ টাকা।
সিরামিক সাদা এবং কালো এ দুটি রঙে স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস বাজারে পাওয়া যাবে । স্যামসাংয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’ মুঠোফোনটি হবে ঝকঝকে নকশা আর ফুল টাচ স্ক্রিনের; যার মাধ্যমে সামাজিক যোগাযোগ করা যাবে স্বচ্ছন্দে। মুঠোফোন ব্যবহার করে কথা বলার পাশাপাশি অ্যাপ্লিকেশন ডাউনলোড ও ব্যবহার করা যাবে। ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’ ফোনটির দাম হবে পাঁচ হাজার ৯০০ টাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন