আসুস ই-পিসি নেটবুক
আসুসের
এক্স১০১সিএইচ মডেলের নতুন ই-পিসি নেটবুক বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড।
এতে আছে ১.৬ গিগাহার্জ গতির ইন্টেল অ্যাটম ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট
ডিডিআরথ্রি র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, বিল্ট-ইন গ্রাফিকস, এইচডি
অডিও এবং ওয়্যারলেস ল্যান সুবিধা। ১০.১ ইঞ্চি পর্দার নেটবুকটিতে আরো আছে
ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, দুটি ইউএসবি ২.০ পোর্ট ও এইচডিএমআই পোর্ট।
এক ইঞ্চি পুরুত্বের নেটবুকের দাম ২৫ হাজার টাকা।তথ্যসূত্রঃ কালের কন্ঠ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন