বাংলাদেশের ইলেকট্রনিক পণ্য নির্মাতা ওয়ালটন। এবার প্রতিষ্ঠানটি
অ্যানড্রয়েড প্রিমো নামে নতুন একটি স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা প্রদান
করল। ‘গেট অ্যানড্রয়েড প্রিমো-বি এন্টারটেইন্ড’ স্লোগান নিয়ে বাজারে আসতে
যাওয়া এই ফোনে থাকবে তৃতীয় প্রজন্মের কাঙ্ক্ষিত প্রায় সব সুবিধা।
ওয়ালটনের
স্মার্টফোনে থাকছে মাল্টিমিডিয়ার সব সুবিধা। আগামী কয়েক দিনের মধ্যেই এই
স্মার্টফোনটি ওয়ালটন প্লাজা ও পরিবেশকদের মাধ্যমে সারা দেশে পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির মোবাইল ফোনের বিপণন কর্মকর্তা থেকে জানা গেছে, নতুন
প্রজন্মের ব্যবহারকারীদের চাহিদা বিবেচনা করে হ্যান্ডসেটটি আকর্ষণীয়ভাবে
তৈরি করা হয়েছে। এতে থাকছে দ্বৈত সিম ব্যবহারের সুবিধা। গ্রাহকরা অনায়াসে
ব্যবহার করতে পারবেন জিপিএস, জিএসএম, ডব্লিউসিডিএমএ, ওয়াইফাই ও এজ। রয়েছে
মোশন, গ্রাভিটি, লাইট ও প্রক্সিমিটি সেন্সর। থাকছে ফেইসবুক থেকে শুরু করে
কিং সফট অফিস ও অ্যাডব রিডার সুবিধা। সংযুক্ত থাকছে আধুনিক ক্যামেরা ও
রেডিও সিস্টেম। হ্যান্ডসেটটিতে কোয়ালকম-১ গিগাহার্জ প্রসেসর সংযোজন করা
হয়েছে। এতে রয়েছে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা। আরও
রয়েছে ৩.৫ ইঞ্চির সুদৃশ্য ডিসপ্লে। ৫১২ মেগাবাইট র্যাম এটির কর্মদক্ষতাও
বাড়িয়েছে। এ ছাড়া রয়েছে ১৪২০ লিথিয়াম আয়ন এমএএইচ পাওয়ারের ব্যাটারি, যা
দীর্ঘ সময় ফোন সচল রাখতে সহায়তা করবে। হ্যান্ডসেটের সঙ্গে বিনামূল্যে দেওয়া
হবে চার গিগাবাইটের একটি মেমোরি কার্ড এবং তিনটি ভিন্ন রংয়ের সুদৃশ্য
ব্যাক কভার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন