বাংলাদেশে মোবাইল ফোনের সিম ক্লোন করা হচ্ছে৷ আর এ নিয়ে চিন্তিত
গোয়েন্দারা৷ তাদের আশঙ্কা জঙ্গিসহ সংঘবদ্ধ অপরাধী চক্র ক্লোন করা এই সিম
ব্যবহার করতে পারে৷তবে মোবাইল ফোন অপারেটররা দাবি করছেন, তারা এখনো এরকম কোন অভিযোগ পাননি৷বাংলাদেশে ছয়টি মোবাইল ফোন অপারেটরের এখন গ্রাহক সংখ্যা ৯ কোটি ৩০ লাখ৷ আর গ্রাহক দিন দিন বাড়ছে৷ কিন্তু
অসচেতনার কারণে ঝুঁকিও বাড়ছে৷
টেলিযোগাযোগ বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন ডয়চে ভেলেকে জানান, পরিমাণে কম হলেও বাংলাদেশে মোবাইল ফোনের সিম ক্লোন করা হচ্ছে৷ আর সচেতন না হলে তা আরো বেড়ে যেতে পারে৷তিনি বলেন, প্রচারণার অভাবে গ্রাহকরা ক্লোন করা সিম সম্পর্কে তেমন সচেতন নন৷ তাঁর মতে মোবাইল ফোনের ব্যালেন্স হঠাৎ করে অস্বাভাবিকভাবে কমে যাওয়া অথবা একই ফোন নম্বর দু'জন ব্যবহার করলে বুঝতে হবে সিম ক্লোন হয়েছে৷ আর এখন মূল সিম ছাড়াই কম্পিউটারের মাধ্যমে মিসড কল দিয়ে সিম ক্লোন করা সম্ভব৷ কোন গ্রাহক যদি অপরিচিত ফোন থেকে পাওয়া মিসড কলে কল ব্যাক করেন তাহলে তার সিম ক্লোন হয়ে যেতে পারে বলে জানান জাকারিয়া স্বপন৷ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মো. মনিরুল ইসলাম ডয়চে ভলেকে জানান, তাঁরা এই ক্লোন্ড সিম সম্পর্কে সচেতন আছেন৷ ক্লোন্ড সিম ব্যবহার করে নানা অপরাধমূলক কাজ করা সম্ভব৷তিনি জানান, এব্যাপারে গ্রাহকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিটিআরসি এবং মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কথা বলবেন৷ফোনের সিমের সঙ্গে ফোন সেটটিও ক্লোন হতে পারে৷ আর সেট ক্লোন হলে মেমোরিতে থাকা সব তথ্য চলে যেতে পারে অন্যের হাতে৷ তাই অপরিচিত মোবাইল ফোন থেকে আসা মিসড কলের জবাব দেয়ায় বিরত থাকার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে মহানগর গোয়েন্দা বিভাগ৷ তবে মোবাইল ফোন অপারেটরদের দাবি তারা সিম ক্লোন হওয়ার কোন অভিযোগ এখেনা পাননি৷ পেলে সচেতনতামূলক কর্মসূচি নেবেন৷
টেলিযোগাযোগ বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন ডয়চে ভেলেকে জানান, পরিমাণে কম হলেও বাংলাদেশে মোবাইল ফোনের সিম ক্লোন করা হচ্ছে৷ আর সচেতন না হলে তা আরো বেড়ে যেতে পারে৷তিনি বলেন, প্রচারণার অভাবে গ্রাহকরা ক্লোন করা সিম সম্পর্কে তেমন সচেতন নন৷ তাঁর মতে মোবাইল ফোনের ব্যালেন্স হঠাৎ করে অস্বাভাবিকভাবে কমে যাওয়া অথবা একই ফোন নম্বর দু'জন ব্যবহার করলে বুঝতে হবে সিম ক্লোন হয়েছে৷ আর এখন মূল সিম ছাড়াই কম্পিউটারের মাধ্যমে মিসড কল দিয়ে সিম ক্লোন করা সম্ভব৷ কোন গ্রাহক যদি অপরিচিত ফোন থেকে পাওয়া মিসড কলে কল ব্যাক করেন তাহলে তার সিম ক্লোন হয়ে যেতে পারে বলে জানান জাকারিয়া স্বপন৷ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মো. মনিরুল ইসলাম ডয়চে ভলেকে জানান, তাঁরা এই ক্লোন্ড সিম সম্পর্কে সচেতন আছেন৷ ক্লোন্ড সিম ব্যবহার করে নানা অপরাধমূলক কাজ করা সম্ভব৷তিনি জানান, এব্যাপারে গ্রাহকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিটিআরসি এবং মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কথা বলবেন৷ফোনের সিমের সঙ্গে ফোন সেটটিও ক্লোন হতে পারে৷ আর সেট ক্লোন হলে মেমোরিতে থাকা সব তথ্য চলে যেতে পারে অন্যের হাতে৷ তাই অপরিচিত মোবাইল ফোন থেকে আসা মিসড কলের জবাব দেয়ায় বিরত থাকার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে মহানগর গোয়েন্দা বিভাগ৷ তবে মোবাইল ফোন অপারেটরদের দাবি তারা সিম ক্লোন হওয়ার কোন অভিযোগ এখেনা পাননি৷ পেলে সচেতনতামূলক কর্মসূচি নেবেন৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন