দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান এলজি বিশ্বের বৃহত্তম
আলট্রা-ডেফিনেশন প্রযুক্তির (ইউডি) টেলিভিশন বাজারে আনছে। এলজি জানিয়েছে,
৮৪ ইঞ্চি মাপের এই টেলিভিশন উন্নত ছবি দেখাতে সক্ষম। এক খবরে এ তথ্য
জানিয়েছে বিবিসি।
সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে আসবে এই টেলিভিশন।
অক্টোবর মাস থেকে এশিয়া ও লাতিন আমেরিকার বাজারে ইউডি প্রযুক্তির টেলিভিশন বাজারে আনার কথা জানিয়েছে এলজি। টেলিভিশনটির দাম হবে ২২ হাজার ৬৭ ডলার।
অক্টোবর মাস থেকে এশিয়া ও লাতিন আমেরিকার বাজারে ইউডি প্রযুক্তির টেলিভিশন বাজারে আনার কথা জানিয়েছে এলজি। টেলিভিশনটির দাম হবে ২২ হাজার ৬৭ ডলার।
প্রযুক্তির বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে টেলিভিশন বিক্রির দিক থেকে
বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে এলজি। প্রথম স্থানটি দক্ষিণ কোরিয়ার আরেক
প্রতিষ্ঠান স্যামসাংয়ের।
এলজি জানিয়েছে, ইউডি প্রযুক্তি বর্তমানে বাজারে থাকা হাই ডেফিনেশন (এইচডি)
প্রযুক্তির তুলনায় উন্নততর ছবি দেখাতে সক্ষম। এটি ‘৪কে’ নামের পিকচার
ফরম্যাট সমর্থন করে। এলজির নতুন টেলিভিশন স্ক্রিনের প্রতিটি ফ্রেমে
পিক্সেলের ঘনত্ব ৮০ লাখ, যা এইচডি টেলিভিশনের ১০৮০ পিক্সেল রেজুলেশনের
তুলনায় ৪ গুণ বেশি। এ বছরের জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার
ইলেকট্রনিক শোতে (সিইএস) নতুন প্রযুক্তির এই টেলিভিশন দেখিয়েছিল এলজি।
বর্তমান বাজারে ইউডি প্রযুক্তির ৫৫ ইঞ্চি মাপের টেলিভিশন বিক্রি করছে
তোশিবা আর ২০ ইঞ্চি মাপের টেলিভিশন বিক্রি করছে প্যানাসনিক। সনি ও স্যামসাং
শিগগিরই এ প্রযুক্তির টেলিভিশন বাজারে আনবে।
বর্তমানে এইচডি প্রযুক্তির বড় মাপের টেলিভিশনের মধ্যে রয়েছে স্যামসাংয়ের ৭৫ ইঞ্চি এইচডিটিভি ও শার্পের ৯০ ইঞ্চি এইচডিটিভি।
তথ্যসূত্রঃ প্রথমআলো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন