সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১২

কাল থেকে ঢাকায় বিসিএসের আইসিটি মেলা

বিসিএসের মেলা নিয়ে সংবাদ সম্মেলন
কাল মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ডিজিটাল জীবনধারাভিত্তিক তথ্য ও যোগাযোগ-প্রযুক্তির (আইসিটি) পণ্য ও সেবা প্রদর্শনের মেলা ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১২’। পাঁচ দিনের এ প্রদর্শনী চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ‘দিনবদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’ স্লোগানে পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
এতে দেশি-বিদেশি ৫২টি তথ্যপ্রযুক্তিপ্রতিষ্ঠান ৯৫টি স্টল ও ১৫টি প্যাভিলিয়নে প্রযুক্তিপণ্য ও সেবা প্রদর্শন করবে। গতকাল রোববার ঢাকায় বিসিএসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএসের সভাপতি ফয়েজউল্যাহ্ খান, সহসভাপতি মইনুলইসলাম ও বিসিএস আইসিটি ওয়ার্ল্ডের আহ্বায়ক শাহিদ-উল-মুনীরসহ আরও অনেকে। ফয়েজউল্যাহ খান বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে নানা কাজের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিসিএস। এবারের আয়োজনও দেশকে তথ্যপ্রযুক্তিকে এগিয়ে নিতে সাহায্য করবে।’ শাহিদ-উল-মুনীর জানান মেলায় কুইজ প্রতিযোগিতা, ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ওয়েব প্রদর্শনীর আয়োজন থাকছে। র্যা ফল ড্রতে প্রতিদিন ল্যাপটপ কম্পিউটার, স্মাটফোন, ট্যাবলেট পিসিসহ মোট নয়টি পুরস্কার দেওয়া হবে। বিসিএসের এ মেলায় থাকছে চারটি সেমিনার।এগুলোর বিষয় হলো, ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং ও ওপেন সোর্স: অবারিত ভবিষ্যৎ’, ‘ডিজিটাল বাংলাদেশের চার বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’, ‘ই-শিক্ষণের লক্ষ্য ও মেরিটাইম শিক্ষায় প্রয়োগ’ এবং ‘ই-এডুকেশন’। সকালে উদ্বোধনের পরই মেলা সবার জন্য খুলেদেওয়া হবে।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ মেলা। প্রবেশ টিকিটের মূল্য ২০ টাকা। তবে শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। মেলার প্রচারপত্রের নির্দিষ্ট অংশ জমা দিলেও বিনা মূল্যে প্রবেশ করা যাবে। বিসিএস আইসিটি ওয়ার্ল্ডের মূল পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং, সহযোগী বিপিসি, গোল্ড স্পন্সর হিটাচি, টেলিকম সহযোগী সিটিসেল, ইন্টারনেট সহযোগী কিউবি, অফিশিয়াল ব্যাংক সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ওয়েব সহযোগী টেকনোবিডি। মিডিয়া সহযোগী হিসেবে আছে এটিএন বাংলা, এবিসি রেডিও ও প্রিয়ডটকম। ব্যবস্থাপনা সহযোগী হিসেবে আছেমাত্রা। বিস্তারিত: www.bcsictworld.com.bd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন