বুধবার, ১৭ অক্টোবর, ২০১২

গুগলে নতুন সুবিধা চালু

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার পরীক্ষামূলকভাবে নতুন একটি সুবিধা চালু করেছে। সমন্বিত তথ্য অনুসন্ধানের অংশ হিসেবে সম্প্রতি গুগল এ সুবিধা চালু করেছে। এ সুবিধার মাধ্যমে গুগলের জিমেইল ব্যবহারকারীরা গুগল ড্রাইভ এবং গুগল ক্যালেন্ডারে থাকা তথ্যও খুঁজে পাবেন। অর্থাৎ যেখানে আগে শুধু ওয়েবে থাকা তথ্যই দেখা যেত, এখন সেখানে জিমেইল ব্যবহারকারীরা নির্দিষ্ট বিষয়ে তথ্য খুঁজলে জিমেইল থাকা বার্তা, গুগল ড্রাইভে থাকা ডকুমেন্ট সম্পর্কিত তথ্য সার্চ বক্সের ডান পাশে দেখাবে।
সম্প্রতি গুগলের সফটওয়্যার প্রকৌশলী ব্র্যাম মুলেনার এক ব্লগ পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, ব্যবহারকারী তথ্য খোঁজার সময় ঠিক চিন্তা করেন না যে তাঁর তথ্য কোথায় আছে। আর তাই ব্যবহারকারী যাতে অতি সহজে এবং দ্রুত তথ্য খুঁজে পেতে পারেন, সে জন্য এ সুবিধা চালু করা হয়েছে। পরীক্ষামূলক সুবিধাটি বর্তমানে শুধু ইংরেজি ভাষা এবং জিমেইল.কম ঠিকানা ব্যবহার করছেন—এমন ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন