যুক্তরাজ্যে
প্রথমবারের মতো চালু হলো চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা (ফোরজি)। শুরুতে
লন্ডন, ম্যানচেস্টার, ব্রিস্টল, বার্মিংহাম, কার্ডিফ, এডিনবার্গ, লিডস,
লিভারপুল, সেফিল্ড, গ্লাসগো ও সাউদাম্পটনে এ সেবা দেবে মোবাইল অপারেটর
এভরিথিং এভরিহোয়ার (ইই)। বড়দিন উৎসবের আগে বেলফাস্ট, ডার্বি, হাল, নিউ
ক্যাসল ও নটিংহামকেও ফোরজি নেটওয়ার্কের আওতায় আনা যাবে বলে আশা করছে ইই।
তৃতীয় প্রজন্ম (থ্রিজি) নেটওয়ার্কের চেয়ে প্রায় পাঁচ গুণ দ্রুত তথ্য
আদান-প্রদানে সক্ষম নতুন এই ফোরজি নেটওয়ার্ক। এ নেটওয়ার্ক দিয়ে সেকেন্ডে আট
থেকে ১২ মেগাবাইট পর্যন্ত তথ্য (ডেটা) আদান-প্রদান করা যাবে। ইই জানিয়েছে,
ফোরজি দিয়ে গ্রাহকদের উন্নত ইন্টারনেট সেবা দেওয়া যাবে। ব্যবসায়িক দিক
থেকেও এটি বেশ লাভবান হবে।
বর্তমান গ্রাহকরা মাসে ৫৬ পাউন্ড বাড়তি খরচ করে আট গিগাবাইট ইন্টারনেট
সুবিধার ফোরজি নেটওয়ার্কে যুক্ত হতে পারবেন। প্যাকেজে তিন পাউন্ডে ৫০
মেগাবাইট এবং ২০ পাউন্ডে চার গিগাবাইট ব্যবহারের ব্যবস্থাও রয়েছে। সম্প্রতি
যুক্তরাজের শীর্ষস্থানীয় দুই মোবাইল অপারেটর অরেঞ্জ এবং টি-মোবাইল কিনে
নেয় ইই।
যুক্তরাজ্যের অন্য অপারেটররা আগামী বছরের মধ্যেই ফোরজি সেবা চালু করতে পারবে বলে আশা করা হচ্ছে।তথ্যসূত্রঃ কালের কন্ঠ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন