মঙ্গলবার প্রথমবারের মতো আইপ্যাডের ছোট সংস্করণ 'আইপ্যাড মিনি' জনসমক্ষে প্রদর্শন করেছে অ্যাপল। ৭.৯ ইঞ্চি ট্যাবলেটটি ২৬ অক্টোবর অগ্রিম বুকিং দিলে ২ নভেম্বর হাতে পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপল। পাশাপাশি এ-সিক্স-এক্স প্রসেসরচালিত ওয়াই-ফাই সুবিধার নতুন আইপ্যাড বাজারে আনার ঘোষণাও দিয়েছে অ্যাপল।
অ্যাপলের বিপণন বিভাগের ঊর্ধ্বতন ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার জানান, আইওএস-সিক্স অপারেটিং সিস্টেমচালিত এ ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে ডুয়ালকোর এ-ফাইভ প্রসেসর, ফেইসটাইম এইচডি ক্যামেরা ও পাঁচ মেগাপিক্সেলের আইসাইট ক্যামেরা। ৭ দশমিক ২ মিলিমিটার পুরু ট্যাবলেটটির ওজন মাত্র দশমিক ৬৮ পাউন্ড। থাকছে ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা। ১৬ গিগাবাইট ধারণক্ষমতা এবং ওয়াইফাই সুবিধার আইপ্যাড মিনির দাম রাখা হচ্ছে ৩২৯ ডলার। ৩২ ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার দাম হচ্ছে যথাক্রমে ৪২৯ ও ৫১৯ ডলার। চতুর্থ প্রজন্মের সেবাসহ আইপ্যাড মিনি কিনতে ক্রেতাকে গুনতে হবে বাড়তি ১৩০ ডলার। আকারে ছোট ও হালকা হওয়ায় আইপ্যাড মিনি আমাজন কিন্ডল ফায়ার, গুগল নেক্সাস-সেভেন ও স্যামসাং গ্যালাক্সি ট্যাবের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারবে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন।www.kalerkantho.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন