রিমোটের
বিকল্প হিসেবে প্রযুক্তিপণ্য দূর থেকে নিয়ন্ত্রণের নতুন উপায় আবিষ্কার
করেছে মাইক্রোসফট। এ জন্য 'ডিজিটস হ্যান্ড জেসচার সেন্সর' নামে হাতের
কবজিতে ব্যবহার করা যায়, এমন একটি ডিভাইস তৈরি করেছে তারা। এটি হাতের
নড়াচড়া শনাক্ত করে প্রযুক্তিপণ্য দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবে।
নিউক্যাসেল ও ক্রিট বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় মাইক্রোসফট কম্পিউটার
সায়েন্স ল্যাবরেটরির একদল গবেষক এটি উদ্ভাবন করেছেন। ক্যামেরানির্ভর সেন্সর
প্রযুক্তির ডিভাইসটি ইনফ্রারেড ও সফটওয়্যারের সাহায্যে হাতের নড়াচড়া
শনাক্ত করতে সক্ষম বলে জানিয়েছেন গবেষকরা।তথ্যসূত্রঃ কালের কন্ঠ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন