আসুসের ডিআরডব্লিউ-২৪বি৫এসটি মডেলের নতুন ডিভিডি রাইটার বাজারে এসেছে।
ডিস্কের ডেটার দ্বিগুণ সুরক্ষার জন্য রয়েছে ডিস্ক এনক্রিপশন২ এবং ই-হ্যামার
টেকনোলজি ফিচার। ডিস্ক এনক্রিপশন-২ ফিচারটি দিয়ে গোপন নম্বরের মাধ্যমে এবং
ফাইল লুকিয়ে রেখে আংশিক ফাইল বা পুরো ডিস্কের ডেটাকে সুরক্ষিত রাখা যায়।
এ ছাড়া ২৪এক্স গতির এই ডিভিডি রাইটারটিতে ই-গ্রিন এবং ওটিএস টেকনোলজি থাকায় ৫০ ভাগ বিদ্যুত্ সাশ্রয় করে। পাশাপাশি ডিস্কের ধরন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে ডিস্ক বার্নিংয়ের গতি বৃদ্ধি করে। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আসা ডিভিডি রাইটারটির দাম এক হাজার ৭৫০ টাকা।
এ ছাড়া ২৪এক্স গতির এই ডিভিডি রাইটারটিতে ই-গ্রিন এবং ওটিএস টেকনোলজি থাকায় ৫০ ভাগ বিদ্যুত্ সাশ্রয় করে। পাশাপাশি ডিস্কের ধরন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে ডিস্ক বার্নিংয়ের গতি বৃদ্ধি করে। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আসা ডিভিডি রাইটারটির দাম এক হাজার ৭৫০ টাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন