সোমবার, ২৭ আগস্ট, ২০১২

দেশে স্থলপথে পরীক্ষামূলক ইন্টারনেট সংযোগ

এতদিন শুধু সাবমেরিন কেবলের সাহায্যেই বাংলাদেশে ইন্টারনেট সংযোগ চালু ছিল। আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে আজ সোমবার থেকে দেশে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে দ্বিতীয় ইন্টারনেট ব্যাকআপ সংযোগ। বেনাপোল সীমান্ত দিয়ে স্থলপথে চালু হচ্ছে এ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ।
আইটিসি প্রতিষ্ঠান ওয়ান এশিয়া কমিউনিকেশন ও অ্যালায়েন্স হোল্ডিংস লিমিটেড বাংলাদেশে যৌথভাবে এ সংযোগ চালু করছে। ওয়ান এশিয়া কমিউনিকেশন নির্বাহী কর্মকর্তা মির্জা মোহাম্মাদ হেলাল জানিয়েছেন, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের প্রতিষ্ঠান টাটার সঙ্গে কেবল সংযোগের কাজ শেষ হয়েছে। স্থাপন করা হয়েছে এসটিএম-৬৪ পয়েন্ট। আজ সোমবার থেকে পরীক্ষামূলকভাবে সংযোগটি চালু হবে আর চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে বাণিজ্যিক ভিত্তিতে আইটিসির এ সংযোগটি চালু হবে। আইটিসির মাধ্যমে নির্বিঘ্নভাবে ভয়েস, ভিডিও এবং তথ্য সেবা পাওয়া যাবে। প্রসঙ্গত, বাংলাদেশ এর টেলিযোগাযোগ সেবা এখন পর্যন্ত শুধু আন্তর্জাতিক সাবমেরিন কেবলের মাধ্যমে বিশ্বের সাথে সংযুক্ত ছিল। ফলে সি-মি-উই ৪ এ কোনো সমস্যা দেখা দিলেই দেশের ইন্টারনেট ব্যবস্থা সমস্যায় পড়ত। স্থলপথে ইন্টারনেট সংযোগ স্থাপনের ফলে এ সমস্যা সমাধান হবে বলেই আশা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ কর্তৃপক্ষ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সরকার সাবমেরিন কেবলের পাশাপাশি ছয়টি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবলে (আইটিসি) সংযুক্ত হওয়ার লাইসেন্স দিয়েছে।মির্জা মোহাম্মাদ হেলাল জানিয়েছেন, আইটিসির মাধ্যমে প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইট তথ্য স্থানান্তর করার মত গতি পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন