টেপ রেকর্ডারের সঙ্গে ব্যবহূত ক্যাসেট টেপের কথা মনে আছে নিশ্চয়? গবেষকেরা
জানিয়েছেন, তথ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় আধার হিসেবে আবারও সেই ক্যাসেট
টেপের কাছেই ফিরতে হতে পারে। সম্প্রতি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা
আইবিএমের গবেষকেরা ক্ষুদ্রাকার একটি ক্যাসেট টেপে ৩৫ টেরাবাইট পর্যন্ত তথ্য
সংরক্ষণের পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা ক্যাসেট টেপকে পুনর্জন্ম দিতে পারে।
এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইবিএম রিসার্চের গবেষক এভানজেলোস
এলিফথেরো ও তাঁর গবেষক দল ১০ সেন্টিমিটার বাই ১০ সেন্টিমিটার বাই ২
সেন্টিমিটার মাপের একটি ক্যাসেট তৈরি করেছেন যাতে ৩৫ টেরাবাইট তথ্য সংরক্ষণ
করা যায়।
আইবিএমের এ ক্যাসেট তৈরিতে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছে ফুজি ফিল্ম। এ
দুটি প্রতিষ্ঠানের গবেষকেরা ক্যাসেটে ব্যবহূত টেপের প্রতি বর্গ ইঞ্চিতে দুই
হাজার ৯৫০ কোটি বিট ব্যবহার করেছেন। এ টেপ তৈরিতে বেরিয়াম ফেরাইট নামের এক
ধরনের রাসায়নিক যৌগের প্রলেপ ব্যবহার করেছেন তাঁরা। গবেষকেরা আশা করছেন,
প্রতি বর্গ ইঞ্চিতে তাঁরা বিটের সংখ্যা আরও বাড়াতে পারবেন এবং ছোটো টেপের
মধ্যে অনেক বেশি তথ্য ধরে রাখার ব্যবস্থা করতে পারবেন। রেডিও টেলিস্কোপ
স্কয়ার কিলোমিটার অ্যারে (এসকেএ)র মতো ‘বিগ ডেটা’র তথ্যভান্ডার হিসেবে
ক্যাসেট ব্যবহার করা সম্ভব হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন