সবার জন্য বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে রাজশাহী সিটি
করপোরেশনের উদ্যোগে পদ্মা নদীর তীরে বড় কুঠি এলাকায় গতকাল শনিবার তারহীন
‘ওয়াই-ফাই এলাকা (জোন)’ চালু হয়েছে। সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম
খায়রুজ্জামান পদ্মার পারে খোলা জায়গায় এর উদ্বোধন করেন। ওয়াই-ফাই এলাকার উদ্বোধন করে মেয়র বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশের
সহযোগী কর্মসূচি হিসেবে রাজশাহী সিটি করপোরেশন “ভিশন ২০১৮” পরিকল্পনা
প্রণয়ন ও বাস্তবায়ন করছে।
এ পরিকল্পনার অন্যতম কর্মসূচি হলো
তথ্যপ্রযুক্তিতে মহানগরকে সমৃদ্ধ করা। এর অংশ হিসেবে এ ওয়াই-ফাই এলাকা চালু
করা হলো। ওয়াই-ফাই জোন উদ্বোধনের মাধ্যমে আমরা দেশের সব পৌর প্রতিষ্ঠানকে
বার্তা দিতে চাই যে সিটি করপোরেশন, পৌরসভা ও অন্য স্থানীয় সরকার
প্রতিষ্ঠানগুলোর কাজ শুধু শহর পরিচ্ছন্ন, আলোকায়ন, রাস্তাঘাট নির্মাণই নয়,
ইচ্ছা থাকলে জাতীয় আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য কাজও করতে পারে। আমরা
তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের প্রচেষ্টা
অব্যাহত রেখেছি।’ অনুষ্ঠানে জানানো হয়, বিটিআরসি যত উদার হবে, কাজও তত বেশি সম্প্রসারিত হবে।
পর্যায়ক্রমে নগর ভবন এবং মহানগরের ঘনবসতিপূর্ণ এলাকায় আরও পাঁচ-ছয়টি
স্থানে ওয়াই-ফাই জোন স্থাপন করা হবে বলে মেয়র জানান।
রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-এক সরিফুল ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠিত এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র আবদুল হাদী,
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক
উপাচার্য মুহাম্মদ কায়েস উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার
বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক খাদেমুল ইসলাম মোল্যা। বক্তৃতা করেন
রাজশাহী সিটি করপোরেশনের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক
স্থায়ী কমিটির পরামর্শক গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী সিটি করপোরেশনের
অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি আবদুল হামিদ সরকারসহ অনেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন