শুক্রবার, ২৪ আগস্ট, ২০১২

মঙ্গলে প্রথম ‘টেস্ট ড্রাইভ’ করেছে কিউরিওসিটি


undefined


নাসা’র মার্স রোভার কিউরিওসিটি বুধবার মঙ্গল গ্রহে প্রথমবারের মতো ‘টেস্ট ড্রাইভ’ সম্পন্ন করেছে৷ অবতরণস্থলের পাশে কিউরিওসিটির চাকার দাগ দেখা গেছে৷ দু'সপ্তাহ আগে অবতরণের পর এবার মঙ্গল গ্রহে সফলভাবে চলতে শুরু করেছে কিউরিওসিটি৷ ক্যালিফোর্নিয়ায় নাসা কর্মকর্তা ম্যাট হেভারলি জানিয়েছেন, ‘‘কিউরিওসিটি আজ (বুধবার) মঙ্গলে সফলভাবে চলতে সক্ষম হয়েছে৷
আমাদের এই রোভারে সম্পূর্ণ সচল মোবিলিটি সিস্টেম রয়েছে৷''২.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই যানটি গত ৬ আগস্ট মঙ্গলের মাটি স্পর্শ করে৷ বুধবার এটি অবতরণস্থল থেকে প্রায় ৬ মিটার সামনের দিকে এগিয়ে যায়৷ তার আগে অবশ্য কিউরিওসিটি ৯০ ডিগ্রি এঙ্গেলে ঘোরে এবং সামনের দিকে এগোনোর আগে কিছুটা পেছনের দিকে যায়৷ এক বিবৃতিতে নাসা জানিয়েছে, ‘‘অবতরণস্থল থেকে ২০ ফুট দূরে পৌঁছেছে যানটি৷''

undefined
অবতরণস্থলের পাশে কিউরিওসিটির চাকার দাগ দেখা গেছে

ইতিমধ্যে কিউরিওসিটি তার যাত্রাপথের ছবি পাঠিয়েছে৷ এতে মঙ্গলের বুকে যানটির চাকার দাগ ফুটে উঠেছে৷ লাল গ্রহে প্রাণের অস্তিত্ব সন্ধানের আগে আরো কয়েকটি টেস্ট ড্রাইভে অংশ নেবে কিউরিওসিটি৷ মার্স সায়েন্স ল্যাবরেটরি প্রকল্পের ম্যানেজার পিটি থিসিঞ্জার এই বিষয়ে বলেন, ‘‘আমারা আমাদের দু'বছরের মিশনের মাত্র ১৬ দিন অতিক্রম করেছি৷ আমরা এখনো নমুনা সংগ্রহের কাজ শুরু করিনি৷ এই মঙ্গল মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেখানকার বিভিন্ন উপাদানের নমুনা সংগ্রহ৷''এদিকে, মঙ্গলের যে স্থানে কিউরিওসিটি অবতরণ করেছিল সেই স্থানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেছে নাসা৷ কিউরিওসিটি টিম এই স্থানের নাম দিয়েছে ‘ব্র্যাডবেরি ল্যান্ডিং'৷ বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক ব্র্যাডবেরি গত জুন মাসে মারা যান৷ বুধবার ছিল তাঁর ৯২তম জন্মবার্ষিকী৷কিউরিওসিটি মঙ্গলে কোনো ভিনগ্রহের জীব কিংবা জীবন্ত কোনো কিছুর সন্ধান পাবে, এমন আশা করছেন না বিজ্ঞানীরা৷ তবে মঙ্গলের মাটি এবং পাথরের নমুনা পরীক্ষা করে সেখানে আদৌ কখনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা বা সেখানে প্রাণের উপস্থিতি সম্ভব কিনা - তা বোঝার চেষ্টা করবেন বিজ্ঞানীরা৷ এই প্রকল্পের মাধ্যমে মঙ্গলের পরিবেশ সম্পর্কেও একটি ধারণা গ্রহণের চেষ্টা করা হবে৷ এই মিশন থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু করবে নাসা৷ ২০৩০ সাল নাগদ মঙ্গলে মানুষ পাঠাতে পারে নাসা৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন