রবিবার, ২১ অক্টোবর, ২০১২

জাভায় নিরাপত্তা ত্রুটি


নিরাপত্তা ত্রুটি থাকায় ম্যাক অপারেটিং সিস্টেম থেকে জাভা সফটওয়্যার সরিয়ে ফেলেছে অ্যাপল। এত দিন ম্যাক অপারেটিং সিস্টেমের সঙ্গেই জাভা সফটওয়্যার ব্যবহারের সুযোগ পাওয়া যেত। জানা গেছে, জাভার বেশ কয়েকটি সংস্করণের মাধ্যমে সাইবার হামলার সুযোগ থাকায় নিজেদের অপারেটিং সিস্টেম থেকে জাভা মুছে ফেলার সিদ্ধান্ত নেয় অ্যাপল। তবে এ বিষয় ওরাকল বা অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
সম্প্রতি জাভার প্রোগ্রামিং ভাষায় ত্রুটি শনাক্ত করেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। পোল্যান্ডভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান সিকিউরিটি এক্সপ্লোরেশন্সের গবেষক অ্যাডাম গোডিয়াক জানান, জাভা সফটওয়্যারটিতে এমন দুটি ত্রুটি রয়েছে, যেগুলো ব্যবহারকারীর কম্পিউটারের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করে ফেলে। ফলে সাইবার অপরাধীরা সহজেই আক্রমণ চালাতে পারে। ম্যাক এবং উইন্ডোজ দুই ধরনের অপারেটিং সিস্টেমই জাভা ব্যবহার করা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন