শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২

অনলাইনে অর্থ স্থানান্তরে সিম্পলিসেন্ডবিডি

অনলাইনে অর্থ স্থানান্তরের সুবিধা হিসেবে ‘সিম্পলিসেন্ডবিডি’ নামের একটি সেবা চালু করল ক্যাসাডা টেকনোলজি বাংলাদেশ। আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেম পেইজার বাংলাদেশের জন্য তৈরি নতুন সেবা সিম্পলিসেন্ডবিডি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্যাসাডা টেকনোলজি। বাংলাদেশে সিম্পলিসেন্ডবিডি চালু প্রসঙ্গে প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা নাদিমুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশ থেকে প্রবাসীদের জন্য টাকা পাঠানো অনেক কঠিন, তবে সিম্পলিসেন্ডবিডি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে সহজেই টাকা পাঠানো সম্ভব হবে বাংলাদেশের ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে এবং সহজে এ টাকা তোলাও সম্ভব হবে।
এ ছাড়া অনলাইনে টাকা পাঠানোর চার্জও কম। ভবিষ্যতে বাংলাদেশে ফ্রিল্যান্সারদের জন্য অর্থ স্থানান্তরের সহজ পদ্ধতি নিয়ে কাজ করার কথাও জানিয়েছেন তিনি। নাদিমুর রহমান আরও জানান, এ বছরের মার্চ মাসে ক্যাসাডা টেকনোলজি অ্যালার্ট পে প্রচলনের মাধ্যমে দেশের প্রথম অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছিল। প্রসঙ্গত, আগে অ্যালার্ট পে নামে পেইজা পরিচিত ছিল। বাংলাদেশের একমাত্র অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেম হিসেবে পেইজা, ক্যাসাডা ও ব্যাংক এশিয়ার সম্মিলিত উদ্যোগে সিম্পলিসেন্ডবিডি সেবাটি চালু হচ্ছে। এর আওতায় থাকছে পেইজার ইস্যু করা প্রি-পেইড কার্ড। পেইজার সদস্যরা তাঁদের পেইজা অ্যাকাউন্টের মাধ্যমে স্থানীয় ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে বা তুলতে পারবেন। পাশাপাশি পেইজার অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকেরা এখন অনলাইন শপিং করতে পারবেন। নাদিমুর রহমান জানিয়েছেন, দেশে ৫০০ ডলার পর্যন্ত টাকা পাঠানোর জন্য একজন গ্রাহকের চার্জ দিতে হবে ৫ ডলার। আর ৫০০ ডলারের ওপরে গেলে চার্জ দিতে হবে ১০ ডলার। বাংলাদেশ ব্যাংকের সম্মতিতেই এটা স্থির করা হয়েছে। এদিকে পেইজার প্রধান নির্বাহী অ্যালিস্টার গ্রাহাম জানিয়েছেন, সিম্পলিসেন্ডবিডি হচ্ছে ক্যাসাডা ও পেইজার একটি যৌথ উদ্যোগ। বাংলাদেশে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের আওতায় ইতিমধ্যে পেইজা ও বাংলাদেশের ব্যাংক সহযোগীরা দুই লাখেরও বেশি মানুষকে সেবা দিচ্ছে। ২০১১ সালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ১৮০ কোটি টাকা প্রবাসী আয় এসেছে। পেইজার সিম্পলিসেন্ডবিডি নামের এ সেবা অর্থ পাঠানোর ক্ষেত্রে আরও সহজ পদ্ধতি হবে। এ সেবা পেতে পেইজার ওয়েবসাইটে বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলতে হবে। এ ওয়েবসাইটের মাধ্যমে তিনটি সহজ ধাপে টাকা পাঠানো সম্ভব হবে গ্রহণকারীর ব্যাংক অ্যাকাউন্টে। অনলাইন পেমেন্ট গেটওয়ে পেইজা বর্তমানে চালু রয়েছে ১৯৭ দেশে এবং ৪৬টি দেশে স্থানীয় ব্যাংকিং সুবিধা প্রদান করছে। যুক্তরাজ্যভিত্তিক এ প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করেছিল ২০০৪ সালে। পেইজার স্থানীয় প্রতিনিধি ক্যাসাডা টেকনোলজি ২০০৬ সালের জুন মাস থেকে কার্যক্রম পরিচালনা করছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন