শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

বইয়ের বিকল্প আইপ্যাড!

প্রতিদিন ব্যাগ ভর্তি করে বই নিয়ে স্কুলে যেতে হয়? আইপ্যাড নিয়ে গেলেই তো বই-খাতার বিকল্প হিসেবে কাজে লাগানো যায়! এতে যেমন পড়াশোনা করা যাবে, তেমনি অনেক কিছু জানার সুযোগ তৈরি হবে। পাশাপাশি বইভর্তি ভারী স্কুলব্যাগ টানতে হবে না।
সম্প্রতি চীনের একটি হাইস্কুলের কর্তৃপক্ষ বইয়ের বিকল্প হিসেবে আইপ্যাড ব্যবহার করার সুযোগ দিচ্ছে। এ সুযোগ পাচ্ছে চীনের নানজিং এলাকার জিনলিং হাইস্কুলের শিক্ষার্থীরা। এই স্কুলের ৩০ জন শিক্ষার্থীকে আইপ্যাড দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ১৯ সেপ্টেম্বরের এক খবরে এ তথ্য জানিয়েছে চায়না ডেইলি। চীনের নানজিং এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠ্যবইয়ের বিকল্প হিসেবে আইপ্যাড ও ল্যাপটপ ব্যবহার শুরু করার পরিকল্পনা করেছে। শিক্ষা-উপকরণ হিসেবে আইপ্যাড ও ল্যাপটপের দাম অবশ্য শিক্ষার্থীদের বহন করতে হবে না। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বিকল্প হিসেবে স্কুল কর্তৃপক্ষ বহন করবে আইপ্যাড কেনার খরচ। এতে শিক্ষার্থীদের বই কেনা বাবদ অনেক খরচ বেঁচে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন