‘স্কাই স্মার্টপেন’ নামে ক্ষুদ্র কম্পিউটারযুক্ত বিশেষ এক ধরনের কলম তৈরি
করেছে যুক্তরাষ্ট্রের ডিজিটাল শিক্ষা উপকরণ নির্মাতা প্রতিষ্ঠান
লাইভস্ক্রাইব। এ কলমের সঙ্গে যুক্ত মেমোরি কার্ডে প্রয়োজনীয় নোট সংরক্ষণ
করে রাখা সম্ভব।
এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্কাই স্মার্টপেনের ভেতরে যে
ক্ষুদ্র কম্পিউটার যুক্ত রয়েছে তা মাইক্রোডট নামে বিশেষ ধরনের কাগজে লেখার
সময় স্বয়ংক্রিয়ভাবে মেমোরি কার্ডে তথ্য সংরক্ষণ করে।
স্কাই স্মার্টপেনে নোট
লেখার সময় তা ওয়াই-ফাই বা তারবিহীন পদ্ধতিতে ডিজিটাল আর্কাইভ সার্ভিস
এভারনোটেও সংরক্ষিত হতে থাকে।
কলমটিতে সর্বোচ্চ ৮ গিগাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ করার সুবিধা রয়েছে।
পাশাপাশি এ কলমটি ব্যবহার করে ক্লাউড সেবা এভারনোটে ৫০০ গিগাবাইট তথ্য
রাখার সুবিধা পাওয়া যাবে। একবার ক্লাউডে তথ্য সংরক্ষণ করা হলে পরবর্তীতে
সেখান থেকে যেকোনো কম্পিউটার, আইওএস নির্ভর পণ্য ও অ্যান্ড্রয়েডনির্ভর
স্মার্টফোনে অডিও শোনা বা নোট পড়া যাবে। লেখার পাশাপাশি এ কলমটি ব্যবহার
করে অডিও শোনার ব্যবস্থাও রয়েছে।
নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, শ্রেণীকক্ষ বা অনুষ্ঠানে এ কলম কাজে লাগানো
যাবে। কলমটির সঙ্গে রয়েছে অতিরিক্ত দুটি কালির কার্টিজ, দুটি ক্যাপ, নোট
লেখার জন্য মাইক্রোডট কাগজের নোটবুক ও কলমটি চার্জ দেওয়ার জন্য ইউএসবি
কেবল। কলমটি বোতামের পরিবর্তে টাচ প্রযুক্তি নির্ভর। ৪ গিগাবাইট মডেলের স্কাই স্মার্টপেনের দাম ২০০ ডলার। অনলাইনে
লাইভস্ক্রাইবের ওয়েবসাইট, আমাজন, বেস্ট বাই থেকে এ কলমটি কেনার সুবিধা
রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, কলমটির ব্যবহারে ট্যাবলেট ও কাগজের
মধ্যকার ব্যবধান দূর হবে। নোটবুকে নোট লিখলে তা সরাসরি ট্যাবলেটে চলে যাবে
বলে বাড়তি পরিশ্রম করতে হবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন