সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২

নতুন কি-বোর্ড বাজারে

বাজারে এসেছে ভ্যালুটপ ব্র্যান্ডের ডব্লিউ-২৬১৩ মডেলের নতুন কি-বোর্ড। এতে ডিজিট প্যানেল সুন্দরভাবে বিন্যস্ত করা হয়েছে। ফলে এর ব্যবহার বেশ সুবিধাজনক। এতে আছে স্ক্রল লক, নাম্বার লক, পজ ব্রেক, স্ক্রিন স্ন্যাপ শটের জন্য অতিরিক্ত বোতাম। কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের বাজারে আনা কি-বোর্ডটির দাম ৪৫০ টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন