জিবেক্স ব্র্যান্ডের জেড-৬০৭০ মডেলের নতুন বারকোড স্ক্যানার বাজারে এসেছে।
এতে রয়েছে ডুয়াল-লেজার এবং স্ক্যানার প্রযুক্তি, যা নির্ভুল উপাত্ত পড়ায়
৩২-লাইন স্ক্যান প্যাটার্ন ব্যবহার করে এবং প্রতি সেকেন্ডে দুই হাজার ৪০০
স্ক্যান করতে সক্ষম। এ ছাড়া এতে রয়েছে কিবোর্ড, আরএস-২৩২সি, ইউএসবি ইত্যাদি
সুবিধা। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এই বারকোড স্ক্যানারের
দাম ২৫ হাজার টাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন