মাইক্রোসফট করপোরেশন গতকাল বৃহস্পতিবার তাদের নতুন উইন্ডোজ-৮ অপারেটিং
সিস্টেম এবং সারফেস ট্যাবলেট আনুষ্ঠানিকভাবে বাজারে ছেড়েছে। অ্যাপল ও
গুগলের কাছে হারানো বাজার এবং মুনাফা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাইক্রোসফট
তাদের বহুল আলোচিত এ অপারেটিং সিস্টেমটি বাজারে ছাড়ল।
পণ্য দুটির
উদ্বোধন সামনে রেখে বৃহস্পতিবার সকালে মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ
বলমার রয়টার্স টেলিভিশনকে বলেন, ‘উইন্ডোজ এবং পুরো কম্পিউটার শিল্পকে আমরা
নতুনভাবে ঢেলে সাজিয়েছি।’ অ্যাপলের জনপ্রিয় আইপ্যাডের সঙ্গে
প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে উইন্ডোজ-৮ চালিত নতুন সারফেস
ট্যাবলেটটি বাজারে ছাড়ল মাইক্রোসফট। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এসব পণ্যের
বিক্রি শুরু হয়। প্রায় এক হাজার গণমাধ্যমকর্মী এবং অংশীদার কম্পিউটার
নির্মাতা প্রতিষ্ঠানের সামনে এসব পণ্যের উদ্বোধন অনুষ্ঠানটির উদ্বোধন করেন
মাইক্রোসফটের উইন্ডোজ ইউনিটের প্রধান স্টিভেন সিনোফস্কি। তিনি উইন্ডোজ-৮-এর
নতুন ফিচারগুলো তুলে ধরেন। স্টিভেন সিনোফস্কি জোর দিয়ে বলেন, উইন্ডোজ-৭
এর ওপর ভিত্তি করেই উইন্ডোজ-৮ অপরেটিং সিস্টেমটি তৈরি করা হয়েছে। মাইক্রোসফটের
নতুন পণ্য সারফেস ট্যাবলেটটির আগের পর্যালোচনাগুলোতে মিশ্র প্রতিক্রিয়া
লক্ষ করা যায়। শক্তিশালী হার্ডওয়ারের প্রশংসার পাশাপাশি ট্যাবলেটটির
ব্যাটারির আয়ু এবং সীমিত সফটওয়ার ও অ্যাপ্লিকেশনের ব্যাপারে সমালোচনা করা
হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন