বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২

ধুয়ে পরিষ্কার করা যাবে কি-বোর্ড!

খাবার পড়ে গিয়ে বা ধুলাবালি জমাসহ নানা কারণে কম্পিউটারের কি-বোর্ডে ময়লা জমতে পারে। অনেক সময় নরম কাপড় দিয়ে পরিষ্কার করেও সে ময়লা দূর করা যায় না। গবেষকেরা কি-বোর্ডে টয়লেটের সমান জীবাণু থাকার আশঙ্কার কথাও জানিয়েছেন। কিন্তু এত দিন কি-বোর্ড সাবান ও পানি দিয়ে ধোয়ার কোনো ব্যবস্থা ছিল না। এবার কম্পিউটার যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান লজিটেক পানি দিয়ে ধোয়ার উপযোগী কি-বোর্ড বাজারে আনার কথা জানিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

লজিটেকের তৈরি এই কি-বোর্ডের মডেল হচ্ছে ‘কে৩১০’। ২২ আগস্ট প্রতিষ্ঠানটি এই কি-বোর্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে ।
লজিটেক কর্তৃপক্ষ জানিয়েছে, ধোয়ার উপযোগী কে৩১০ মডেলের কি-বোর্ডটি তাদের তৈরি সাধারণ কি-বোর্ডের মতোই। এই কি-বোর্ড হাঁড়ি-পাতিল ধোয়ার মতোই সিংকে ধোয়া যাবে বা ভেজা কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করা যাবে। কি-বোর্ডটি পানিতে ডুবিয়ে রাখলেও কোনো ক্ষতি হবে না। আবার পানি থেকে তুলে রাখলে তা সহজেই শুকিয়ে যাবে।
লজিটেক জানিয়েছে, এই কি-বোর্ডের অক্ষরগুলো লেজার প্রিন্টের এবং আল্ট্রাভায়োলেটের কোটিং দেওয়া, তাই বারবার ধোয়া বা পরিষ্কার করার পরও অক্ষরগুলো মুছে যাওয়ার আশঙ্কা নেই। কি-বোর্ডে যেসব ফুটো আছে, সেগুলো দিয়ে সহজেই পানি বেরিয়ে যেতে ও বাতাস ঢুকতে পারে। তাই কি-বোর্ডের ভেতরের অংশও সহজে শুকিয়ে যায়। এই কি-বোর্ড কম্পিউটারের সঙ্গে জুড়ে দেওয়াও সহজ—কেবল কম্পিউটারের ইউএসবি পোর্টে জুড়ে দিলেই হবে।
উইন্ডোজ এক্সপি, ভিস্তা ও উইন্ডোজ ৭ চালিত কম্পিউটারের উপযোগী কি-বোর্ডটির দাম পড়বে প্রায় ৪০ ডলার।
চলতি বছরের অক্টোবর মাস নাগাদ ইউরোপের বাজারে আসবে কে৩১০ কি-বোর্ড।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন