![]() |
Symphony Xplorer W100 |
ডাব্লিউ ১০০ মডেলের হ্যান্ডসেটে আছে এক গিগাহার্জ প্রসেসর, ৪.৩ ইঞ্চি টিএফটি অ্যামোলেড স্পর্শনির্ভর পর্দা ও আট মেগাপিক্সেল ক্যামেরা। আট গিগাবাইট মেমোরি কার্ডসহ হ্যান্ডসেটটির দাম ১৯ হাজার ৯৯০ টাকা। ৩.৭৫ ইঞ্চি স্পর্শনির্ভর পর্দার ডাব্লিউ ৫০ হ্যান্ডসেটে আছে ৮০০ মেগাহার্টজ প্রসেসর। দাম ৯ হাজার ৩৯০ টাকা। ৮০০ মেগাহার্টজ প্রসেসরের ডাব্লিউ ২৫ মডেলের হ্যান্ডসেটের পর্দার আকার ৩.৫ ইঞ্চি। দাম পড়বে ৯ হাজার ৪৯০ টাকা। ডাব্লিউ ১০ মডেলের হ্যান্ডসেটের পর্দার আকারও ৩.৫ ইঞ্চি। দাম পড়বে সাত হাজার ৪৯০ টাকা। এক গিগাহার্য প্রসেসরচালিত ডাব্লিউ ৫ মডেলের হ্যান্ডসেটটির পর্দার আকার ৩.২ ইঞ্চি। দাম ছয় হাজার ৯৯০ টাকা। ডাব্লিউ ১০০ মডেল ব্যতীত সব হ্যান্ডসেটের সঙ্গেই পাওয়া যাবে বিনা মূল্যে চার গিগাবাইট মেমোরি কার্ড।তথ্যসূত্রঃ কালেরকন্ঠ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন