সম্প্রতি সিঙ্গাপুরের নকশাবিদ জে সুং পার্ক ইয়ু জুং উন এক অভিনব নকশার ছাতা
তৈরি করেছেন। নতুন নকশার এ ছাতায় গম্বুজের মতো পানি-রোধী কোনো ঢাকনা নেই।
এক খবরে প্রযুক্তি বিশ্লেষক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, এ ছাতার উপরিভাগে
দৃশ্যমান কিছুই নেই। অদৃশ্য এ ছাতার কেবল হাতলটিই রয়েছে। দুই নকশাবিদ
তাঁদের উদ্ভাবিত এ ছাতাটির নাম দিয়েছেন ‘এয়ার আমব্রেলা’।
এ প্রসঙ্গে নকশাবিদ জে সুং পার্ক জানিয়েছেন, অদৃশ্য এ ছাতা মূলত একটি
সাধারণ ইলেকট্রনিক যন্ত্র। ছাতার নিচের দিকে থাকা কন্ট্রোলার বা নিয়ন্ত্রক
যন্ত্রটি চাপলে ছাতার ওপর দিক থেকে বাতাস বের হয়ে পানি-রোধী বাতাসের
একধরনের পর্দা সৃষ্টি করে যা শরীরে বৃষ্টি পড়তে দেয় না। বৃষ্টির ধরন
অনুসারে ছাতা থেকে বের হওয়া বাতাস কম বা বেশি করা সম্ভব। এ ছাতার হাতলটি
ভাঁজ করেও রাখা যায়। আবার ছাতার কোনো কাপড় না থাকায় কোনো কিছু ভিজবে না বলে
চিন্তারও কিছু নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন