মালালার জন্য প্রার্থনা
মালালা ইউসুফজাই দ্রুত সুস্থ হয়ে উঠুক – এই প্রার্থনা পাকিস্তানের
শিশুদের৷ তালেবানের গুলিতে গুরুতর আহত ব্লগার মালালা এখন মৃত্যুর সঙ্গে
পাঞ্জা লড়ছেন৷ উন্নততর চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাজ্যে৷
অন্যদিকে, তাঁর সুস্থতা কামনায় পাকিস্তানে চলছে অবিরত প্রার্থনা৷ তথ্যসূত্রঃ www.dw-world.de/bengali
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন