বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১২

ভুলে যাওয়া সিমের নাম্বার বের করুন এখন নিজেই।

এখন আমাদের সকলেরই একাধিক সিম থাকে। অনেক সময় নিজেই নিজের সিম নাম্বার ভুলে যাই। আসুন তাহলে জেনে নিই কিভাবে ভুলে যাওয়া সিমের নাম্বার বের করব।


১। GP—*111*8*2# (prepaid)
২। GP—*111*8*3# (postpaid)
৩। ROBI—*140*2*4# or, call 1200 & press 4 (it’s free)
৪। BANGLALINK—*666# or, *666*8*2# 
৫। AIRTEL—*121*6*3#

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন