বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

গুগলের নতুন স্মার্টফোন ও ট্যাবলেট

গুগল গত সোমবার দুটি নতুন পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।একটি হচ্ছে নেক্সাস ৪ স্মার্টফোন ও নেক্সাস ১০ ট্যাবলেট কম্পিউটার। গুগল তার অপেক্ষাকৃত ছোট ট্যাবলেট কম্পিউটার নেক্সাস ৭-এর হালনাগাদ করেছে। চলতি বছরের গোড়ার দিকে নেক্সাস ৭ বাজারে ছাড়া হয়। সব কটি পণ্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। মূলত অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য গুগল নেক্সাস ১০ তৈরি করেছে। এতে রয়েছে ১০ ইঞ্চি মনিটর। তবে মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ এখনো ছাড়া হয়নি।
গুগলের মোবাইল অ্যান্ড ডিজিটাল কনটেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি রুবিন এক ব্লগ পোস্টে লিখেছেন, নেক্সাস ১০-এ আরও বেশি বিনোদন পাওয়া যাবে। পাওয়া যাবে গেমস ও গানের এক বিশাল ভান্ডার। গুগল বলেছে, এটি এই গ্রহের সবচেয়ে বেশি রেজল্যুশনের ট্যাবলেট কম্পিউটার। প্রতিষ্ঠানটি জানায়, ইউরোপের বাজারে আগামী ১৩ নভেম্বর থেকে নেক্সাস ১০ পাওয়া যাবে। এরপর যুক্তরাষ্ট্রের বাজারে এটি ছাড়া হবে। নতুন এই ট্যাবলেটের ব্যাপারে নিউইয়র্কে গুগলের একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু হারিকেন স্যান্ডি নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হানায় ওই সম্মেলন বাতিল করা হয়। প্রথমে যারা নেক্সাস ১০ কিনবেন তাঁরা এটি পাবেন ৩৯৯ ডলারে। নেক্সাস ৭ ও নেক্সাস ৪ একই সময়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন