‘বিম ব্রাশ’ নামের সেন্সরযুক্ত একটি টুথব্রাশ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের
বিম টেকনোলজিস। এ টুথব্রাশ দাঁতসংক্রান্ত তথ্য সংরক্ষণ করে স্মার্টফোন
অ্যাপ্লিকেশনের সাহায্যে ওই তথ্য টুথব্রাশ ব্যবহারকারীকে জানিয়ে দেয়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, বিম ব্রাশে রয়েছে ব্লুটুথ
প্রযুক্তি। এ ব্রাশটির সেন্সর আইফোন ও অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের বিম
ব্রাশ অ্যাপ্লিকেশনের সাহায্যে দাঁতের তথ্য জানায়। নির্দিষ্ট সময় পর্যন্ত
ব্রাশ করার জন্য সময় নির্ধারণ ও দাঁতের কোন অংশটি আরও মাজতে হবে, তা
টুথব্রাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করে জেনে নিতে পারবেন ব্যবহারকারী। এ ছাড়া
দাঁত মাজার সময় টুথব্রাশে গান শোনার ব্যবস্থাও রয়েছে। বিম টেকনোলজিসের প্রতিষ্ঠাতা অ্যালেক্স ফরমেয়ার জানিয়েছেন, মানুষ গড়ে ৪৬
সেকেন্ড করে দাঁত মাজে। বিম ব্রাশের লক্ষ্য হচ্ছে মানুষের দাঁত মাজার সময়
দুই মিনিট পর্যন্ত বাড়ানো। তাই এ ব্রাশে দুই মিনিট সময় স্থির করে দেওয়ার
ব্যবস্থা রয়েছে। কোনো পরিবারে যতগুলো বিম ব্রাশ ব্যবহার করা হবে, সব
ব্রাশের তথ্য একটি স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ব্যবহার করেই জানা সম্ভব হবে। নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের বাজারে আসবে এ ব্রাশ। দাম হবে প্রায় ৫০ ডলার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন