রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

বিশেষ মূল্যে ল্যাপটপ


বিশেষ মূল্যে ল্যাপটপ দিচ্ছে কম্পিউটার সোর্স লিমিটেড। ‘ডিল অব দ্য ইয়ার’ শীর্ষক অফারের আওতায় ডেল ইন্সপায়রন এন৪০৫০ এবং এইচপি কমপ্যাক সিকিউ৪৩-৪১৪টিইউ মডেলে ল্যাপটপ ক্রয়ে বিশেষ ছাড় পাওয়া যাবে। ল্যাপটপ দুটিতে রয়েছে ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দা, ইন্টেল সেলেরন ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর থ্রি র‌্যাম এবং ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ ইত্যাদি। পাওয়া যাবে ২৮ হাজার টাকায়। সেপ্টেম্বর মাস জুড়ে এ অফার চলবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন