সোমবার, ২৭ আগস্ট, ২০১২

নতুন কোর আই ৭ ল্যাপটপ

এইচপির প্যাভিলিয়ন জি৬-২০১৭টিইউ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এসেছে। ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই ৭ -৩৭১২কিউএম প্রসেসরসমৃদ্ধ এই ল্যাপটপে রয়েছে ৬ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাাম, ৬৪০ গিগাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডায়াগোনাল হাই ডেফিনিশন এলইডি পর্দা ইত্যাদি। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা ল্যাপটপটির দাম ৬৯ হাজার টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন