বুধবার, ৩১ অক্টোবর, ২০১২
যুক্তরাজ্যে ফোরজি মোবাইল সেবা চালু
গুগলের নতুন স্মার্টফোন ও ট্যাবলেট
গুগল গত সোমবার দুটি নতুন পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।একটি হচ্ছে
নেক্সাস ৪ স্মার্টফোন ও নেক্সাস ১০ ট্যাবলেট কম্পিউটার। গুগল তার
অপেক্ষাকৃত ছোট ট্যাবলেট কম্পিউটার নেক্সাস ৭-এর হালনাগাদ করেছে। চলতি
বছরের গোড়ার দিকে নেক্সাস ৭ বাজারে ছাড়া হয়। সব কটি পণ্য অ্যান্ড্রয়েড
অপারেটিং সিস্টেমে চলে। মূলত অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিযোগিতা করার
জন্য গুগল নেক্সাস ১০ তৈরি করেছে। এতে রয়েছে ১০ ইঞ্চি মনিটর। তবে মোবাইল
ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ এখনো ছাড়া হয়নি।
মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২
নতুন বারকোড স্ক্যানার
শনিবার, ২৭ অক্টোবর, ২০১২
বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১২
রবিবার, ২১ অক্টোবর, ২০১২
জাভায় নিরাপত্তা ত্রুটি
নিরাপত্তা
ত্রুটি থাকায় ম্যাক অপারেটিং সিস্টেম থেকে জাভা সফটওয়্যার সরিয়ে ফেলেছে
অ্যাপল। এত দিন ম্যাক অপারেটিং সিস্টেমের সঙ্গেই জাভা সফটওয়্যার ব্যবহারের
সুযোগ পাওয়া যেত। জানা গেছে, জাভার বেশ কয়েকটি সংস্করণের মাধ্যমে সাইবার হামলার সুযোগ থাকায় নিজেদের অপারেটিং সিস্টেম থেকে জাভা মুছে ফেলার সিদ্ধান্ত নেয় অ্যাপল। তবে এ বিষয় ওরাকল বা অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
শনিবার, ২০ অক্টোবর, ২০১২
বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২
যশোরে হচ্ছে আইটি পার্ক
যশোরে আইটি পার্ক নির্মাণ করা হবে। দ্রুত কাজ শুরুর জন্য এরই মধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। সোমবার যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এ কথা জানান। তিনি বলেন, দেশের 'তথ্যপ্রযুক্তির রাজধানী' হবে যশোর। প্রথম ডিজিটাল জেলা যশোরকে মডেল ধরে সারা দেশে তথ্যপ্রযুক্তির সুফল ছড়িয়ে দেওয়ার জন্য সরকার কাজ করছে বলে তিনি জানান। এ সময় যশোর প্রেসক্লাবে একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি দেন তিনি।তথ্যসূত্রঃ কালের কন্ঠ
বুধবার, ১৭ অক্টোবর, ২০১২
নতুন এলইডি মনিটর
এলজি ই২০৪২সি মডেলের নতুন এলইডি মনিটর বাজারে এসেছে। এফ-ইঞ্জিন প্রযুক্তির
এই এলইডি মনিটরটি ৩০ ভাগ বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। ২০ ইঞ্চি পর্দার এই
মনিটরটি সম্পূর্ণ এইচডি রেজ্যুলেশন সমর্থন করে, যার ডিজিটাল ফাইন
কন্ট্রাস্ট রেশিও ৫০০০০০০:১, রেসপন্স টাইম ৫মিলি সেকেন্ড, পর্দার আউটপুট
রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা
মনিটরটির দাম ১১ হাজার টাকা।
গুগলে নতুন সুবিধা চালু
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার পরীক্ষামূলকভাবে নতুন একটি সুবিধা চালু
করেছে। সমন্বিত তথ্য অনুসন্ধানের অংশ হিসেবে সম্প্রতি গুগল এ সুবিধা চালু
করেছে। এ সুবিধার মাধ্যমে গুগলের জিমেইল ব্যবহারকারীরা গুগল ড্রাইভ এবং
গুগল ক্যালেন্ডারে থাকা তথ্যও খুঁজে পাবেন। অর্থাৎ যেখানে আগে শুধু ওয়েবে
থাকা তথ্যই দেখা যেত, এখন সেখানে জিমেইল ব্যবহারকারীরা নির্দিষ্ট বিষয়ে
তথ্য খুঁজলে জিমেইল থাকা বার্তা, গুগল ড্রাইভে থাকা ডকুমেন্ট সম্পর্কিত
তথ্য সার্চ বক্সের ডান পাশে দেখাবে।
সোমবার, ১৫ অক্টোবর, ২০১২
মৃত্যুর সঙ্গে লড়ছেন মালালা
মালালার জন্য প্রার্থনা
মালালা ইউসুফজাই দ্রুত সুস্থ হয়ে উঠুক – এই প্রার্থনা পাকিস্তানের
শিশুদের৷ তালেবানের গুলিতে গুরুতর আহত ব্লগার মালালা এখন মৃত্যুর সঙ্গে
পাঞ্জা লড়ছেন৷ উন্নততর চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাজ্যে৷
অন্যদিকে, তাঁর সুস্থতা কামনায় পাকিস্তানে চলছে অবিরত প্রার্থনা৷ তথ্যসূত্রঃ www.dw-world.de/bengali
বাংলায় অ্যান্ড্রয়েডের খবর
তথ্য খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট গুগলের তৈরি মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম
অ্যান্ড্রয়েড। এই মুক্ত সফটওয়্যারটি নানা সুবিধার কারণে সারা বিশ্বে বেশ
জনপ্রিয়।অ্যান্ড্রয়েডের নানা ধরনের অ্যাপস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।
অ্যান্ড্রয়েড অপারেটিংসিস্টেমের নানা বিষয় নিয়ে চালু হয়েছে ‘অ্যান্ড্রয়েড
কথন’ (www.androidkothon.com) ওয়েবসাইট।
রবিবার, ১৪ অক্টোবর, ২০১২
সূচিত হলো যোগাযোগ প্রযুক্তিতে নতুন মাইলফলক
এবার চার চাকার গাড়ির সুবিধা মোটরসাইকেলে
মোটরসাইকেল
চালাতে প্রায় সবারই ভালো লাগে। কিন্তু সব সময়ই কি? বৃষ্টির মধ্যে চালাতে
ভালো লাগার কথা নয়। আর দুর্ঘটনাও কারও কাম্য নয়। বৃষ্টি বা দুর্ঘটনার কথা
চিন্তা করলে চার চাকার যানই ভালো। বৃষ্টিতেও সমস্যা নেই, দুর্ঘটনার আশঙ্কাও
কম। তবে ঝামেলাও আছে। যানজট তো আছেই, আর পার্কিংয়ের স্থান খুঁজে পাওয়াও
মুশকিল। কিন্তু মোটরসাইকেল চালানোর আনন্দ কি চার চাকার গাড়ি চালিয়ে পাওয়া
যায়!
পদ্মার পারে তারহীন ওয়াই-ফাই এলাকা
সবার জন্য বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে রাজশাহী সিটি
করপোরেশনের উদ্যোগে পদ্মা নদীর তীরে বড় কুঠি এলাকায় গতকাল শনিবার তারহীন
‘ওয়াই-ফাই এলাকা (জোন)’ চালু হয়েছে। সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম
খায়রুজ্জামান পদ্মার পারে খোলা জায়গায় এর উদ্বোধন করেন। ওয়াই-ফাই এলাকার উদ্বোধন করে মেয়র বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশের
সহযোগী কর্মসূচি হিসেবে রাজশাহী সিটি করপোরেশন “ভিশন ২০১৮” পরিকল্পনা
প্রণয়ন ও বাস্তবায়ন করছে।
শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২
জাপানের তথ্যপ্রযুক্তি বাজারে যাবেন নর্থ সাউথের শিক্ষার্থীরা
জাপানের তথ্যপ্রযুক্তি বাজার দেখতে পাবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রনিঙ্ অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রিক্যাল বিভাগে স্নাতক শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। এ জন্য জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে শিক্ষার্থীদের তিন সেমিস্টারব্যাপী জাপানি ভাষা প্রশিক্ষণ দেবে জাপানের কিওকম হোল্ডিংসের সহযোগী সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইউনিকা গ্রুপ। কোর্স পরিচালনার জন্য জাপান থেকে প্রশিক্ষকও আনবে ইউনিকা।
অনলাইনে অর্থ স্থানান্তরে সিম্পলিসেন্ডবিডি
অনলাইনে অর্থ স্থানান্তরের সুবিধা হিসেবে ‘সিম্পলিসেন্ডবিডি’ নামের একটি
সেবা চালু করল ক্যাসাডা টেকনোলজি বাংলাদেশ। আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক
অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেম পেইজার বাংলাদেশের জন্য তৈরি নতুন সেবা
সিম্পলিসেন্ডবিডি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্যাসাডা টেকনোলজি। বাংলাদেশে
সিম্পলিসেন্ডবিডি চালু প্রসঙ্গে প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা নাদিমুর
রহমান বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশ থেকে প্রবাসীদের জন্য টাকা
পাঠানো অনেক কঠিন, তবে সিম্পলিসেন্ডবিডি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে
সহজেই টাকা পাঠানো সম্ভব হবে বাংলাদেশের ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে এবং
সহজে এ টাকা তোলাও সম্ভব হবে।
অবৈধ ইন্টারনেট ব্যবসা করছে ওলো
ওলো
ওয়্যারলেস ইন্টারনেট। বিনা লাইসেন্সেই তারবিহীন ইন্টারনেট-সেবা দিচ্ছে এই
প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নামে তারসহ ইন্টারনেট-সেবা বা ব্রডব্যান্ড
অর্থাৎ ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্সও নেই। কিন্তু
একাধিক প্রতিষ্ঠানের তরঙ্গ নিয়ে দিব্যি ইন্টারনেট ব্যবসা চালাচ্ছে ওলো।
এমনকি ওলোর বিল পরিশোধের জন্য একটি মুঠোফোন অপারেটর তাদের মোবাইল ক্যাশ
পয়েন্ট ব্যবহারের জন্য মুঠোফোনে বিজ্ঞাপনও দিয়েছে। ওলোর ই-মেইল ঠিকানা:
ollo@bd.multinet.net।
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২
ফেসবুকে আসছে ‘ওয়ান্ট’
অবশেষে
গুজব সত্যি প্রমাণ করে আনুষ্ঠানিকভাবে ‘ওয়ান্ট’ বাটন চালুর কথা জানিয়ে দিল
ফেসবুক। ইংরেজি ‘ওয়ান্ট’ শব্দটির বাংলা ‘চাওয়া’। ফেসবুকে কোনো কিছু পছন্দ
হলে এত দিন যেমন ‘লাইক’ করা যেত, এবারে তেমনি কোনো পণ্যের বিষয়ে আগ্রহ
থাকলে তা ওয়ান্ট করার সুবিধা যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ
তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অ্যান্ড্রয়েডচালিত সিম্ফনির পাঁচ স্মার্টফোন
![]() |
Symphony Xplorer W100 |
ড্রাগনের মহাকাশ যাত্রা
শাটল
যুগের সমাপ্তির পর প্রথমবারের মতো ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক
প্রতিষ্ঠান স্পেসএক্স নির্মিত ‘ড্রাগন’ কার্গো যানটি আন্তর্জাতিক মহাকাশ
স্টেশনের পথে (আইএসএস) রওনা হয়েছে। রোববার রাত আটটা ৩৫ মিনিটে ফ্লোরিডা
থেকে ফ্যালকন রকেটে করে এ কার্গো যানটিকে পাঠানো হয়েছে। ১০ অক্টোবর বুধবার
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে ড্রাগন আর ফিরবে চলতি মাসের শেষ নাগাদ।
খবর বিবিসির।
আসছে ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’
চলতি অক্টোবর মাসেই বাজারে আসছে ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’ নামের
টাচস্ক্রিন সুবিধার একটি স্মার্টফোন। স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এ
ফোনটি হবে সাশ্রয়ী দামের। দুই সিম সুবিধার এ স্মার্টফোনটিতে থাকবে আড়াই ইঞ্চি মাপের স্ক্রিন। বিভিন্ন
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের সুবিধার পাশাপাশি মুঠোফোনটিতে
স্যামসাংয়ের নিজস্ব চ্যাট অ্যাপ্লিকেশন ‘চ্যাট অন’ সুবিধাও থাকবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)