যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স ডেটলরের বয়স ১০১। ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের চেয়ে তাঁর বয়স চারগুণ বেশি। থাকেন ক্যালিফোর্নিয়ায় ফেইসবুকের প্রধান কার্যালয়ের কাছে। ৯০ কোটি সদস্যের ফেইসবুক পরিবারে তিনি সবচেয়ে বেশি বয়সী। তিন বছর আগে সাইটটিতে যোগ দেন তিনি। ৬৫২ জন বন্ধু আছে তাঁর। ফেইসবুক কর্তৃপক্ষ ফ্লোরেন্সকে সম্মান জানিয়েছে ভালোভাবেই। আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেইসবুক কার্যালয়ে। আর হাজারো কাজ ফেলে অতিথিকে সঙ্গ দিয়েছেন মার্ক জুকারবার্গ এবং প্রতিষ্ঠানের প্রধান পরিচালনা কর্মকর্তা শার্লি স্যান্ডবার্গ।তথ্যসূত্রঃ কালের কন্ঠ
শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২
ফেইসবুক পরিবারের বয়সী সদস্য
যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স ডেটলরের বয়স ১০১। ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের চেয়ে তাঁর বয়স চারগুণ বেশি। থাকেন ক্যালিফোর্নিয়ায় ফেইসবুকের প্রধান কার্যালয়ের কাছে। ৯০ কোটি সদস্যের ফেইসবুক পরিবারে তিনি সবচেয়ে বেশি বয়সী। তিন বছর আগে সাইটটিতে যোগ দেন তিনি। ৬৫২ জন বন্ধু আছে তাঁর। ফেইসবুক কর্তৃপক্ষ ফ্লোরেন্সকে সম্মান জানিয়েছে ভালোভাবেই। আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেইসবুক কার্যালয়ে। আর হাজারো কাজ ফেলে অতিথিকে সঙ্গ দিয়েছেন মার্ক জুকারবার্গ এবং প্রতিষ্ঠানের প্রধান পরিচালনা কর্মকর্তা শার্লি স্যান্ডবার্গ।তথ্যসূত্রঃ কালের কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২
বুধবার, ২৯ আগস্ট, ২০১২
আসুস ই-পিসি নেটবুক
সোমবার, ২৭ আগস্ট, ২০১২
চন্দ্রজয়ী সন্তান হারাল পৃথিবী
‘একজন মানুষের জন্য এটা ছোট একটা পদক্ষেপ, কিন্তু
মানবজাতির জন্য বিশাল অর্জন’-চাঁদের বুকে প্রথম পা রেখে এই জ্ঞানগর্ভ উক্তি
যে মানুষটি করেছিলেন সেই নীল আর্মস্ট্রং আর নেই। শনিবার চাঁদের এই
মানবসন্তানটি ৮২ বছর বয়সে মারা গেছেন। চন্দ্রবিজয়ী সাবেক এই নভোচারীর
মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের মানুষ রীতিমতো থমকে যায়। মানবজাতিকে
মর্যাদার চরম শিখরে পৌঁছে দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা জানায় ধরণীর এই মহান
বীর সন্তানের প্রতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার
শোকবার্তায় নীল আর্মস্ট্রংকে সর্বকালের সেরা আমেরিকান হিসেবে বর্ণনা
করেছেন। রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি বলেছেন, চাঁদ তার
পৃথিবীর এই প্রথম সন্তানকে সবসময় মনে রাখবে। এএফপি, রয়টার্স, বিবিসি।
নতুন কোর আই ৭ ল্যাপটপ
এইচপির প্যাভিলিয়ন জি৬-২০১৭টিইউ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এসেছে। ইন্টেল
তৃতীয় প্রজন্মের কোর আই ৭ -৩৭১২কিউএম প্রসেসরসমৃদ্ধ এই ল্যাপটপে রয়েছে ৬
গিগাবাইট ডিডিআর৩ র্যাাম, ৬৪০ গিগাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডায়াগোনাল
হাই ডেফিনিশন এলইডি পর্দা ইত্যাদি। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের
বাজারে আনা ল্যাপটপটির দাম ৬৯ হাজার টাকা।
রবিবার, ২৬ আগস্ট, ২০১২
নানারকম সুবিধা নিয়ে এবার আসছে স্মার্টঘড়ি!
![]() |
নানারকম সুবিধা আছে স্মার্টঘড়িতে |
স্মার্টফোনের পর এবার আসছে স্মার্টঘড়ি। তবে তা মেয়েদের জন্য। সম্প্রতি
বিশেষভাবে তৈরি করা হয়েছে এই স্মার্টঘড়ি। যুক্তরাষ্ট্রের চেরিল কেলোন্ড এবং
সিলভিয়া ম্যারিনো নামে দুজন নারী এটি তৈরি করেছেন। ভৌগোলিক অবস্থান বের
করার যন্ত্র গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসযুক্ত যন্ত্রপাতি বাজারে
সহজলভ্য হলেও তার সাহায্যে যেকোনো জায়গা নির্ধারণ করা বেশ সময়সাপেক্ষ।
শুক্রবার, ২৪ আগস্ট, ২০১২
‘কিউরিওসিটি’ কাজ শুরু করেছে, এরপর কী?
![]() |
বিশ্ববাসীকে আনন্দে ভাসিয়ে নাসার রোভার ‘কিউরিওসিটি’ পা রেখেছে মঙ্গলগ্রহে৷ সেখানে সে থাকবে দুই বছর৷ এরপর মঙ্গল নিয়ে নাসা পরিকল্পনা কী? |
ছয় পা নিয়ে কিউরিওসিটি মঙ্গলে হেঁটে বেড়াবে৷ সেখানকার মাটি আর পরিবেশ
নিয়ে করবে গবেষণা৷ খুঁজে বের করার চেষ্টা করবে মঙ্গলে আদৌ প্রাণের অস্তিত্ব
ছিল কীনা৷পৃথিবী থেকে এই রোভারকে নিয়ন্ত্রণ করবেন নাসার বিজ্ঞানীরা৷ গবেষণা কাজে
সুবিধার জন্য রোভারকে মঙ্গলের ‘গেইল ক্রাটা' এলাকায় নামানো হয়েছে৷ গেইল
হচ্ছেন অস্ট্রেলীয় এক বিজ্ঞানী, যিনি উনিশ শতকের শেষের দিকে মঙ্গলে ঐ
এলাকার অস্তিত্ব সম্পর্কে জানিয়েছিলেন৷
মঙ্গলে প্রথম ‘টেস্ট ড্রাইভ’ করেছে কিউরিওসিটি

নাসা’র মার্স রোভার কিউরিওসিটি বুধবার মঙ্গল গ্রহে প্রথমবারের মতো ‘টেস্ট
ড্রাইভ’ সম্পন্ন করেছে৷ অবতরণস্থলের পাশে কিউরিওসিটির চাকার দাগ দেখা
গেছে৷ দু'সপ্তাহ
আগে অবতরণের পর এবার মঙ্গল গ্রহে সফলভাবে চলতে শুরু করেছে কিউরিওসিটি৷
ক্যালিফোর্নিয়ায় নাসা কর্মকর্তা ম্যাট হেভারলি জানিয়েছেন, ‘‘কিউরিওসিটি আজ
(বুধবার) মঙ্গলে সফলভাবে চলতে সক্ষম হয়েছে৷
বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২
ধুয়ে পরিষ্কার করা যাবে কি-বোর্ড!
খাবার পড়ে গিয়ে বা ধুলাবালি জমাসহ নানা কারণে কম্পিউটারের কি-বোর্ডে ময়লা
জমতে পারে। অনেক সময় নরম কাপড় দিয়ে পরিষ্কার করেও সে ময়লা দূর করা যায় না।
গবেষকেরা কি-বোর্ডে টয়লেটের সমান জীবাণু থাকার আশঙ্কার কথাও জানিয়েছেন।
কিন্তু এত দিন কি-বোর্ড সাবান ও পানি দিয়ে ধোয়ার কোনো ব্যবস্থা ছিল না।
এবার কম্পিউটার যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান লজিটেক পানি দিয়ে ধোয়ার
উপযোগী কি-বোর্ড বাজারে আনার কথা জানিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
বুধবার, ২২ আগস্ট, ২০১২
নতুন এলইডি মনিটর বাজারে
![]() |
ই১৯১২এইচ |
ডেল
ব্র্যান্ডের ই১৯১২এইচ মডেলের নতুন এলইডি মনিটর বাজারে এসেছে। ১৮.৫-ইঞ্চির
পর্দার এই এলইডি মনিটরটির কন্ট্রাস্ট রেশিও ১০০০:১, রেসপন্স টাইম ৫ মিলি
সেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রি বা ১৬০ ডিগ্রি ইত্যাদি। গ্লোবাল
ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা মনিটরটির দাম আট হাজার ৫০০ টাকা।
তথ্যসূত্রঃ প্রথমআলো মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১২
শব্দের চেয়ে দ্রুতগতির বিমান
যুক্তরাষ্ট্রের পরীক্ষণমূলক এই বিমানটির নাম ‘ওয়েভরাইডার' বা এক্স-৫১এ৷
এটি শব্দের গতির চেয়ে ছয়গুন বেশি জোরে চলতে চেয়েছিল৷ অর্থাৎ প্রতি ঘণ্টায়
প্রায় সাত হাজার কিলোমিটার বেগে৷ এর ফলে নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে সময়
লাগতো এক ঘণ্টার চেয়েও কম৷ বর্তমানে যাত্রীবাহী বিমানগুলো চলে ৮০০ থেকে ৯৫০
কিলোমিটার বেগে৷
মস্তিষ্কের ক্যানসার দমনে ভাইরাস
ক্যানসার রোগটির নাম শুনলেই সবাই আঁতকে ওঠে৷ প্রতি তিন জনে একজন
রোগী মারা যায় ক্যানসারে আক্রান্ত হয়ে৷ বিশেষ করে মস্তিষ্কের টিউমার হলে তো
কথাই নেই৷ তাই এই রোগটি নিয়ে গবেষণারও অন্ত নেই৷
মস্তিষ্কের ক্যানসার হলে সাধারণত প্রচলিত পদ্ধতিতেই চিকিত্সা দেয়া হয়৷
যেমন অপারেশন, রেডিয়েশন, কেমোথেরাপি ইত্যাদির মাধ্যমে৷ এটা নির্ভর করে
ব্রেইনের কোন জায়গায় টিউমারটি হয়েছে তার ওপর৷ বেশির ভাগ ক্ষেত্রেই রোগী
মৃত্যুর হাত এড়াতে পারেন না৷
উইন্ডোজ ৮ আপগ্রেড অফার
The Windows 8 upgrade offer is now available in 140 countries! Register now: http://windowsupgradeoffer.com/
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)