‘স্কাই স্মার্টপেন’ নামে ক্ষুদ্র কম্পিউটারযুক্ত বিশেষ এক ধরনের কলম তৈরি
করেছে যুক্তরাষ্ট্রের ডিজিটাল শিক্ষা উপকরণ নির্মাতা প্রতিষ্ঠান
লাইভস্ক্রাইব। এ কলমের সঙ্গে যুক্ত মেমোরি কার্ডে প্রয়োজনীয় নোট সংরক্ষণ
করে রাখা সম্ভব।
এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্কাই স্মার্টপেনের ভেতরে যে
ক্ষুদ্র কম্পিউটার যুক্ত রয়েছে তা মাইক্রোডট নামে বিশেষ ধরনের কাগজে লেখার
সময় স্বয়ংক্রিয়ভাবে মেমোরি কার্ডে তথ্য সংরক্ষণ করে।
বুধবার, ২১ নভেম্বর, ২০১২
নতুন রূপে ফিরছে ‘ক্যাসেট টেপ’
টেপ রেকর্ডারের সঙ্গে ব্যবহূত ক্যাসেট টেপের কথা মনে আছে নিশ্চয়? গবেষকেরা
জানিয়েছেন, তথ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় আধার হিসেবে আবারও সেই ক্যাসেট
টেপের কাছেই ফিরতে হতে পারে। সম্প্রতি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা
আইবিএমের গবেষকেরা ক্ষুদ্রাকার একটি ক্যাসেট টেপে ৩৫ টেরাবাইট পর্যন্ত তথ্য
সংরক্ষণের পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা ক্যাসেট টেপকে পুনর্জন্ম দিতে পারে।
বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২
ঢাবিতে 'মাইক্রোসফট অ্যাপ-এ-থন' প্রতিযোগিতা
৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি কেন্দ্রে (আইআইটি) আয়োজন করা হয়েছে অ্যাপ্লিকেশন তৈরির প্রতিযোগিতা 'মাইক্রোসফট অ্যাপ-এ-থন'। এতে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম 'উইন্ডোজ এইট' এবং উইন্ডোজ ফোনের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে প্রতিযোগীদের। এদিন মোট ৮০টি অ্যাপ্লিকেশন তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা। এর মধ্যে উইন্ডোজ এইট এবং উইন্ডোজ ফোনের জন্য চারটি করে মোট আটটি অ্যাপ্লিকেশনকে বিজয়ী করা হবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)