বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২

কৃত্রিম মস্তিষ্ক বানাল গুগল


প্রায় ১৬ হাজার কম্পিউটার প্রসেসর ব্যবহার করে একটি কৃত্রিম মস্তিষ্ক তৈরি করেছে সার্চ জায়ান্ট গুগল। জেফ ডিনের নেতৃত্বাধীন একদল গবেষক গুগলের প্রধান কার্যালয়ের 'ব্লু স্কাই আইডিয়া' গবেষণাগারে মস্তিষ্কটি তৈরি করেছেন। এখন এর সামর্থ্য পরীক্ষা করা হচ্ছে। জেফ ডিন জানান, এটি তৈরিতে ইউটিউবের প্রায় এক কোটি ভিডিও থেকে অসংখ্য ছবির সহায়তা নেওয়া হয়েছে।
মস্তিষ্কটি ভিডিও থেকে সুনির্দিষ্ট ছবি শনাক্ত করতে পেরেছে। যেমন আগে থেকে চিনিয়ে না দিলেও এটি ভিডিও থেকে বিড়াল চিহ্নিত করতে পেরেছে। শুরুতে একে ২০ হাজার ছবি থেকে বস্তু সম্পর্কে অভিজ্ঞ করা হয়েছে। পরে এই বস্তুগুলো সে চিনে নিয়ে কাজ করতে পারবে। এ ক্ষেত্রে মস্তিষ্কটির সফলতার হার ১৫.৮ শতাংশ। আশা করা হচ্ছে, শিগগিরই এটি মানুষের চেহারাও শনাক্ত করতে পারবে। তথ্যসূত্রঃ কালের কন্ঠ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন