বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২

ফেইসবুকে নতুন সেবা

এবার ফেইসবুকে চালু হচ্ছে 'ফাইন্ডস ফ্রেইন্ড নেয়ারবাই' নামে নতুন সুবিধা। এর সাহায্যে ব্যবহারকারী তাঁর আশপাশের অন্য ফেইসবুক ব্যবহারকারীর তথ্য জানতে পারবেন। এতে বন্ধু তালিকায় নেই এমন ব্যবহারকারীর তথ্যও জানা যাবে।
ফাইন্ডস ফ্রেইন্ড নেয়ারবাই সেবার সঙ্গে যুক্ত ফেইসবুকের প্রকৌশলী রায়ান পিটারসন জানান, ফেইসবুকে বন্ধু খোঁজা বা একে অপরের সঙ্গে তথ্য বিনিময়ের তুলনায় নতুন সেবাটি যোগাযোগ তৈরিতে বেশি কার্যকর। নতুন এ সুবিধা পেতে অ্যাকাউন্ট চালু করে ফেইসবুককে নিজের অবস্থান শনাক্ত করার অনুমতি দিতে হবে। এর পর কাছাকাছি থাকা অন্য ব্যবহারকারী খুঁজে বের করার অনুরোধ জানালে তাদের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তথ্যসূত্রঃ কালের কন্ঠ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন