রবিবার, ২৪ জুন, ২০১২

কমেন্ট সংশোধন সুবিধা ফেসবুকে

ফেসবুক ব্যবহারকারীরা সাধারণত প্রচুর পরিমানে কমেন্ট ও লাইকের ব্যবহার করে থাকে। কিন্তু কমেন্ট বা মন্তব্যগুলো পরিবর্তন কিংবা সংশোধনের কোন সুবিধাগত অপশন ছিলনা জনপ্রিয় এই মাধ্যমটিতে। যে কোনো কারণে মন্তব্যে ভুল হলে, মনমত না হলে ব্যবহারকারীকে পুরো মন্তব্যটা মুছে ফেলে নতুন করে লিখতে হতো ।
অতীতের সেইসব সমস্যার সমাধান পাচ্ছে ফেসবুক ব্যবহারকারীরা। কারণ এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা মন্তব্য তাদের চাহিদা অনুযায়ী উপস্থাপন করতে পারবে। তাড়াহুড়ো করে ভুল হলেও সঙ্গে সঙ্গে ঠিক করে নিতে পারবে। উল্লেখ্য, একবার সম্পাদন করে সেই মন্তব্য পোষ্ট করলে ‘এডিটেড’ ট্যাগ বহন করে। এছাড়াও সংশোধিত মন্তব্যটির ইতিবৃত্ত প্রদর্শিত হবে। সুত্র মতে, এর মূল পোষ্টটি প্রসঙ্গে সম্পূর্ণ দেখে মন্তব্য করেছে অথবা লাইক দিয়েছে যারা সেইসব ব্যবহারকারীদের সমর্থন করবে নতুন এই ফিচার ।
তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন