বিশ্বখ্যাত
সার্চ ইঞ্জিন গুগল এবার ব্যবহারকারীদের সুবিধার্থে চালু করেছে সায়েন্টিফিক
ক্যালকুলেটর! বর্তমানে যে কেউ ক্যালকুলেটর প্রয়োজন হলে দ্রুত গণনার জন্য
এখন গুগলে calculator লিখে সার্চ করলে পুরো একটি ক্যালকুলেটরই চলে আসে!
অর্থাৎ ক্যালকুলেটর কোন সাইটে পাবেন তার চেয়ে পূর্ণাঙ্গ ক্যালকুলেটরের
মাধ্যমেই করে নিতে পারবেন আপনার গণনার কাজ।
এতে ৩৪টি বোতামের গাণিতিক ফাংশনগুলো যুক্ত করা হয়েছে। গাণিতিক গণনা সুবিধার এ ক্যালকুলেটরে পাটিগণিত, ত্রিকোণমিতিকের গণনাও করা যাবে। এ ছাড়া কাজের সুবিধার্থে স্কয়ার রুটস, পাই, লগ চিহ্নও যুক্ত রয়েছে ক্যালকুলেটরটিতে। ক্যালকুলেটরটি গুগলের ভয়েস সার্চ বৈশিষ্ট্য ব্যবহারের মাধ্যমে মোবাইলেও ব্যবহার করা যাবে। এ ছাড়া এ ক্যালকুলেটর ব্যবহার করতে আলাদা কিবোর্ডের প্রয়োজন নেই। তথ্য খোঁজার ক্ষেত্রে সর্বশেষ পান্ডা ৩.৯ সংস্করণ হালনাগাদ হয়েছে বলে জানিয়েছে গুগল। নতুন এ সুবিধা যুক্ত করার মাধ্যমে গুগল নিজেদের ভবিষ্যৎতের বিভিন্ন কার্যক্রমের জানান দিল। সার্চ ইঞ্জিনের পাশাপাশি বিভিন্ন কার্যক্রমে শীর্ষে থাকতে গুগল প্রতিনিয়তই নানা ধরনের সুবিধা যুক্ত করছে। নতুন এ ধরনের সুবিধা সত্যিই দারুণ উদ্ভাবনীয় বলে মনে করছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। এ ধরনের বিশেষ বৈশিষ্ট্য গুগলকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলেও ধারণা তাঁদের।
এতে ৩৪টি বোতামের গাণিতিক ফাংশনগুলো যুক্ত করা হয়েছে। গাণিতিক গণনা সুবিধার এ ক্যালকুলেটরে পাটিগণিত, ত্রিকোণমিতিকের গণনাও করা যাবে। এ ছাড়া কাজের সুবিধার্থে স্কয়ার রুটস, পাই, লগ চিহ্নও যুক্ত রয়েছে ক্যালকুলেটরটিতে। ক্যালকুলেটরটি গুগলের ভয়েস সার্চ বৈশিষ্ট্য ব্যবহারের মাধ্যমে মোবাইলেও ব্যবহার করা যাবে। এ ছাড়া এ ক্যালকুলেটর ব্যবহার করতে আলাদা কিবোর্ডের প্রয়োজন নেই। তথ্য খোঁজার ক্ষেত্রে সর্বশেষ পান্ডা ৩.৯ সংস্করণ হালনাগাদ হয়েছে বলে জানিয়েছে গুগল। নতুন এ সুবিধা যুক্ত করার মাধ্যমে গুগল নিজেদের ভবিষ্যৎতের বিভিন্ন কার্যক্রমের জানান দিল। সার্চ ইঞ্জিনের পাশাপাশি বিভিন্ন কার্যক্রমে শীর্ষে থাকতে গুগল প্রতিনিয়তই নানা ধরনের সুবিধা যুক্ত করছে। নতুন এ ধরনের সুবিধা সত্যিই দারুণ উদ্ভাবনীয় বলে মনে করছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। এ ধরনের বিশেষ বৈশিষ্ট্য গুগলকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলেও ধারণা তাঁদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন