মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

বিজয় কিবোর্ড ব্যবহার করার শর্টকাট

বিজয় সফটওয়ার ব্যবহার করে বাংলা লেআউট করার জন্য প্রথমে Ctrl+Alt+B চাপতে হয়। এরপরের কাজ হচ্ছে ফন্টকে SutonnyMJ করা । আপনারা কিভাবে করেন জানিনা । তবে কিভাবে বাংলা লেআউট এবং ফন্ট একসাথে পরিবর্তন করা যায় তা দেখব। প্রথমে MS Word খুলে Tools/Customize এ ক্লিক করুন। এবার নিম্নের ছবির মতো কাজ করুন

বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১২

ভুলে যাওয়া সিমের নাম্বার বের করুন এখন নিজেই।

এখন আমাদের সকলেরই একাধিক সিম থাকে। অনেক সময় নিজেই নিজের সিম নাম্বার ভুলে যাই। আসুন তাহলে জেনে নিই কিভাবে ভুলে যাওয়া সিমের নাম্বার বের করব।